Sharing is caring!
সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
মৌলভীবাজারের জুড়ী-কুলাউড়ার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শতাধিক শিক্ষকের প্রানবন্ত মিলনসভা অনুষ্ঠিত হয়েছে। ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার (১০ জানুয়ারি) সকালে রামপাশাস্থ ইক্বরা মাদ্রাসা মাঠে শিক্ষকদের এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। কনকনে শীত ও কুয়াশা উপেক্ষা করে যথাসময়ে শিক্ষকরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্দুল বারীর সভাপতিত্বে ও তরুণ শিক্ষক, মিডিয়া ব্যক্তিত্ব এম এস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি, জিপিএস ইস্পাত এর হেড অব সেলস (কর্পোরেট) মো: এনামূল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ভূকশিমইল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নূরুল ইসলাম (নূর উদ্দিন), যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার শেখ আশরাফুল আলম রাজা, স্পেন প্রবাসী কমিউনিটি লিডার রমিজ উদ্দিন, ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর ফখর উদ্দিন, ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফাউন্ডার এন্ড চেয়ারম্যান সিরাজুল ইসলাম শফিক। শুভেচ্ছা বক্তব্য দেন ইক্বরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি এটিএম সোলেমান।
শতশিক্ষকের মিলনসভায় শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সনজিত কুমার দাশ, ভূকশিমইল স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, ইয়াকুব তাজুল মহিলা কলেজের প্রভাষক খালিক উদ্দিন, ভূকশিমইল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শফিক মিয়া, উচাইল হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা আক্তার তুহিন, হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফরমান আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ভূয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফসা খানম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মোনাইম।
এছাড়া বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাকির হোসাইন সিদ্দিকী জামাল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, দুবাই প্রবাসী আব্দুল হামিদ প্রমুখ।
শতাধিক শিক্ষকের এ মিলনমেলা দোয়া ও প্রীতিভোজের মাধ্যমে সমাপ্তি ঘটে। আগামী বছর থেকে আরো বৃহৎ পরিসরে জুড়ী-কুলাউড়ার শিক্ষকদের মিলনমেলা করার ঘোষণা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি মো: এনামূল ইসলাম বলেন, আজকের এ অনুষ্ঠান একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। শীতের সকালে জুড়ী উপজেলা এবং কুলাউড়া উপজেলার শতাধিক শিক্ষকদের একসাথে নিয়ে এমন আয়োজন একটি স্মরণীয় দিন। শিক্ষকরা আমাদের কাছে সব সময় সম্মানের এবং সম্মানিত। আমি আমার শিক্ষকদের পেলে এখনো পা ধরে সালাম করি অন্তর থেকে। আমি বিশ্বাস করি একজন আদর্শবান ও সফল মানুষ হতে হলে শিক্ষকের অবদান অপরিহার্য। শিক্ষক হচ্ছে জাতি গঠনের কারিগর। শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের থাকে নানা রকম ভূমিকা। যে জাতি যতো শিক্ষিত, সে জাতি ততো উন্নত। একজন আদর্শবান শিক্ষকই শিক্ষিত জাতি গঠনের মুখ্য ভূমিকা রাখে।
তিনি আরো বলেন, আমরা জানি প্রতিটি পেশার আলাদা আলাদা সম্মান আছে। তবে শিক্ষকতা পেশা একটু ভিন্ন। নৈতিকতা, শিক্ষার মান উন্নয়নে ও অনুপ্রেরণা হিসেবে কাজ করে একজন শিক্ষক। পিতা-মাতার পরের অবস্থান শিক্ষকদের। একজন শিশু তার পরিবার থেকে শিক্ষা গ্রহণ করার পর প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে শিক্ষকের কাছ থেকে। একজন শিক্ষক শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই দেন না বরং শিক্ষার্থীদের নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সাহায্য করেন। শিক্ষকরা জাতির বিবেক। জাতির ভবিষ্যৎ উন্নয়নে একজন শিক্ষক তাঁর ছাত্রদেরকে সেইভাবে গঠন করেন।