ফাহাদ, সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম):
সম্প্রীতি, ভাতৃত্ববোধ ও সামাজিক বন্ধনকে আরও একধাপ এগিয়ে নিতে চট্টগ্রামের সাতকানিয়ায় একদল যুবকের উদ্যোগে ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও খোয়াভাতি অনুষ্ঠান সম্পন্ন হয়।
শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নস্থ পূর্ব কাজির পাড়ায় বিকেল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এ আয়োজন সংগঠিত হয়।
যুবসমাজ কর্তৃক আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও খোয়াভাতি প্রোগ্রামের অন্যতম উদ্যোক্ত মোঃ জাফর আলম বলেন, অত্র এলাকার যুবক ভাইদের সম্মিলিত সহযোগিতায় এ প্রোগ্রাম সফল করতে সক্ষম হয়েছি।দীর্ঘদিন ধরে লক্ষ করে আসছি যুবসমাজে নৈতিকতার অবক্ষয় ঘটে। বর্তমান যুবসমাজের বিপথগামিতার উল্লেখযোগ্য কারণ হচ্ছে প্রযুক্তি। ধ্বংসের মুখে জাতির ভবিষ্যৎ কাণ্ডারীরা। যারা বয়সে নবীন, যাদের আত্মবিশ্বাস রয়েছে অগাধ, যারা অন্যায়ের কাছে মাথা করে না, যারা পুরাতনকে ভেঙে নতুন কিছু গড়তে চায় তারাই যুবক। তারা স্থবির নয়, তারা চঞ্চল। তারা পরাজয় মানতে নারাজ। তারা দেশ ও জাতির অহংকার । এ তরুণরাই যদি বিপরীতমুখী রূপ ধারণ করে অন্যায়ের দিকে পা বাড়ায় তাহলে জাতি অনিবার্য ধ্বংসের দিকে এগিয়ে যায়। যুবসমাজের এ অবস্থাকেই বলা হয় অবক্ষয়। আমাদের যুবসমাজের সামনে জীবন্ত আদর্শের একান্ত অভাব। বড়দের মাঝে তারা আদর্শবান ব্যক্তিত্ব খুব কমই খুঁজে পাচ্ছে- যাদের কাছ থেকে তারা সৎ পথের অনুপ্রেরণা পাবে। বরং দেখতে পাচ্ছে রাজনীতির নামে মিথ্যাচার, সমাজসেবার নামে স্বেচ্ছাচার, আদর্শের নামে প্রতারণা। মূলত সর্বত্র আজ যে মূল্যবোধের অভাব দেখা দিয়েছে, তার দ্বারা আক্রান্ত হচ্ছে বর্তমান যুবসমাজ।আর এই সমস্ত অবক্ষয় অবনতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নৈতিকতা-সৎ ও ইসলামের পথে যুব সমাজকে আকৃষ্ট করার লক্ষ্যে ছদাহা পূর্ব কাজির পাড়া এলাকায় গড়ে উঠেছে যুবকদের মধ্যে একতা । পরিশেষে সামনের দিনগুলো যেন আরও সুন্দর ও ভ্রাতৃত্বপূর্ণ হয় সেই আহ্বান জানিয়ে প্রোগ্রামের সমাপ্ত ঘোষণা করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.