Sharing is caring!
এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করবার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছে। তারি ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুর পাকুটিয়া ইউনিয়নে প্রান্তিক কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকালে পাকুটিয়া উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন মাঠে ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করেন। পাকুটিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও নাগরপুর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান এর সঞ্চালোনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, পাকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম বিদ্যুৎ, সাধারন সম্পাদক কাজী আবু বকর সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনির, পাকুটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারন সম্পাদক মো. আয়নাল হক সরকার। সমাবেশে কেন্দ্রের নির্দেশিত কৃষকদের বিভিন্ন সুযোগ সুবিধা সমুহ তুলে ধরেন নাগরপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবির প্রমূখ।