Sharing is caring!
উৎফল বড়ুয়া, সিলেট
সিলেটে মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজকল্যান ট্রাস্টের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত শনিবার ১১ জানুয়ারী সকাল ১১:০০ টায় রেঙ্গা হাজিগঞ্জ কিংডম সেন্টারে, দুপুর ১২:০০ টায় রেবতীরমন খেলার মাটে, দুপুর ০১:০০ টায় হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয় মাটে এবং
বিকাল ০৩:৩০ টায় সাহাদতপুর প্রাইমারি স্কুলের মাটে মোট ৪ টি দাপে মোগলাবাজার ও দাউদপুর ইউনিয়নের প্রায় ১৪০০ চৌদ্দশত পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ট্রাস্টের চেয়ারম্যান, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্টিজ এর পরিচালক, জনাব আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন এর সভাপতিত্বে ও ট্রাস্টের যুগ্ন সেক্রেটারী, সমাজকর্মী জনাব আব্দুল মোমিন এর পরিচালনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন লতিফা শফি মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, জনাব আমিরুল আলম খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, দক্ষিনসুরমা সরকারী ডিগ্রী কলেজের প্রভাষক, জনাব অধ্যাপক মুহিবুর রহমান, ট্রাস্টের সেক্রেটারী, রেঙ্গা হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ জাহিদুল ইসলাম, ট্রাস্টের নির্বাহী সদস্য দক্ষিনসুরমা প্রেসক্লাব সভাপতি জনাব জাহাঙ্গীর আলম মুসিক, হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব নিরঞ্জন সরকার, ট্রাস্টের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ শিহাব উদ্দিন শাহাব, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জনাব মাওলানা রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য জনাব মোঃআপ্তাব আলী, মইনুল ইসলাম মঞ্জুর, হারুনুর রশীদ হিরন, আব্দুল জব্বার জলিল, লন্ডন প্রবাসী জনাব জিয়াউল ইসলাম, ন্যশনাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জনাব কামাল নেওয়াজ, ১ নং ওয়ার্ড মেম্বার মইনুল ইসলাম, ৩ নং ওয়ার্ড মেম্বার মোঃ রুহুল ইসলাম, ট্রাস্টের নির্বাহী সদস্য জনাব রায়হান উদ্দীন, শাকিল মাহমুদ মঈন, শহিদুল ইসলাম, নাহিয়ান ইবনে কাপ্তান, হিশাম ইবনে কাপ্তান, মিসবাহ উদ্দীন, এলাকার মুরুব্বী জনাব পংকি মেম্বার, খছরু মিয়া, আপ্তাব মিয়া, আবদুল মালেক প্রমুখ।