Sharing is caring!
সিলেট ডেস্ক :
যুক্তরাষ্ট্র বিএনপির আহবায়ক কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক ছাত্রদল নেতা শাহ্ কামাল উদ্দিন এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে জামেয়া কোরআনিয়া মাদ্রাসার পক্ষ থেকে যুক্তরাষ্ট্র বিএনপির আহবায়ক কমিটির প্রতিষ্ঠাকালীন সদস্য, সাবেক ছাত্রদল নেতা শাহ্ কামাল উদ্দিন ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, সিলেট মহানগর বিএনপি নেতা মনিরুল ইসলাম তুরন, বিএনপি নেতা হাজী পাভেল রহমান, আলতাফ হোসেন, মাদ্রাসার নাজিম মাওলানা আতাউর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।