আজ সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ঐতিহাসিক ওরছে নববী (দ.) ও সুন্নী মহাসমাবেশে লাখো মানুষের ঢল

editor
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৫, ০৪:১৪ অপরাহ্ণ
হাজীগঞ্জে ঐতিহাসিক ওরছে নববী (দ.) ও সুন্নী মহাসমাবেশে লাখো মানুষের ঢল

Sharing is caring!

 

লাখো নবী ও ওলি আউলিয়া প্রেমিকের রিসালাত ও বেলায়াতের ধ্বনিতে হাজীগঞ্জের ধেররা মুজাদ্দেদ নগরের আকাশ-বাতাস প্রকম্পিত হয়ে; মিলনমেলায় রূপ নিয়ে সম্পন্ন হয়েছে ওলিয়ে কামেল, আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়দ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী (রা.) প্রবর্তিত ঐতিহাসিক ৬১তম পবিত্র ওরছে নববী (দ.) ও সুন্নী মহাসমাবেশ।
আওলাদ রাসুল (দ.), ইমামে রাব্বানী, গাউছে জামান, কুতুব জামান, কাইয়ুমে জামান, মুজাদ্দেদে জামান, ছানি ওয়াসকরুনি, ইমামে আহলে সুন্নাত ওয়াল জামা’আত, হাদিয়ে দ্বীন ও মিল্লাত, হযরত আল্লামা আবু নছর আলহাজ্ব সৈয়দ আবিদ শাহ্ মোজাদ্দেদী আল্ মাদানী (রা.) বাংলাদেশে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আগমনের পর চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের দক্ষিণ পাশে ধেররা নামক এলাকায় প্রতিষ্ঠা করেন ইমামে রাব্বানী দরবার শরীফ। রাসূলে আকরাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সুমহান আদর্শ ও মহান সুন্নাত বায়আতে রাসূল (দ.) গ্রহণ ও প্রদানের মাধ্যমে ইসলামের মূল ভাবধারা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রচার ও প্রসারের অংশ হিসেবে নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে ওরছে নববী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন শুরু করেন তিনি।
শনিবার (১১ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সারারাতব্যাপী অনুষ্ঠিত ওরছে নববী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুন্নী মহাসমাবেশে সভাপতিত্ব এবং মোনাজাত পরিচালনা করেন ইমামে রাব্বানী দরবার শরীফের সাজ্জাদানশীন পীর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি আওলাদে ওলি ও আওলাদে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী আল আবেদী (মা.জি.আ.)।
প্রতি বছরের ন্যায় এবারও ৬১তম পবিত্র ওরছে নববী (দ.) ও সুন্নী মহাসমাবেশে দেশের প্রত্যন্ত অঞ্চল এবং প্রবাস থেকে লাখো নবী ও ওলি আউলিয়া প্রেমিক অংশগ্রহণ করেন। হাজারো আলেম-ওলামার পদচারণায় মুখরিত পবিত্র ওরছে নববী (দ.) ও সুন্নী মহাসমাবেশে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এসএম ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আল্লামা মোশারফ হোসেন হেলালী এবং বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সাংগঠনিক সচিব মুফতী আলাউদ্দিন জিহাদী সহ দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ কোরআন-সুন্নাহ্ ভিত্তিক আলোচনা করেন।
পবিত্র ওরছে নববী (দ.) ও সুন্নী মহাসমাবেশকে ঘিরে দিনব্যাপী সকাল থেকে খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, বিকেল থেকে নসীহতমূলক আলোচনা, হযরত আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী রাদ্বীআল্লাহু তাআলা আনহু ও তাঁর সহধর্মীনি হযরত খাজা বেগম উম্মে কুলসুম রহমাতুল্লাহি আলাইহি এর রওজা শরীফে গিলাফ ছড়ানো, ইমামে রাব্বানী দরবার শরীফ কমপ্লেক্সের অন্যতম দ্বীনি মারকাজ হযরত খাজা বেগম উম্মে কুলসুম রহমাতুল্লাহি আলাইহি হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার পূর্ণাঙ্গ হাফেজ হওয়া শিক্ষার্থীদের পাগড়ী, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় এবং রাতব্যাপী জিকির আকসার, নসীহতমূলক আলোচনা শেষে ফজরের নামাজের পর বিশ্ব শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় এতিম মেধাবী কোরআনে হাফেজ শিক্ষার্থীদের দাখিল শ্রেণী পর্যন্ত সকল প্রকার পড়াশোনার ব্যয় দরবার শরীফ থেকে বহন করা হবে বলে জানান ইমামে রাব্বানী দরবার শরীফের সজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী আল আবেদী (মা.জি.আ.)।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান, ইমামে রাব্বানী দরবার শরীফের সজ্জাদানশীন পীর, আওলাদে রাসূল (দ.) আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মুজাদ্দেদী আল আবেদী (মা.জি.আ.) তাঁর বক্তব্যে বলেন, রাসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শ প্রতিষ্ঠা ছাড়া এদেশে চলে আসা অনিয়ম, দূর্নীতি, প্রতারনণা ও জুলুম থেকে পরিত্রাণের কোন উপায় নেই। রাসূলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আদর্শ প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ধর্ম এবং রাজনীতিকে কেউ কেউ লেজেগোবরে অবস্থা করে ফেলেছে। কোরআন-সুন্নাহ বাস্তবায়নের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার কথা কেউই ভাবছে না। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সেই শান্তির বার্তাই মানুষের মাঝে পৌঁছে দিচ্ছে।
তিনি, ৬১তম পবিত্র ওরছে নববী (দ.) ও সুন্নী মহাসমাবেশ এন্তেজামিয়া কমিটি, ইমামে রাব্বানী দরবার শরীফ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের এবং বাংলাদেশ হিযবুর রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির পক্ষ থেকে পবিত্র ওরছে নববী (দ.) ও সুন্নী মহাসমাবেশে আগত দরবারের ভক্তবৃন্দ ও মুরিদান-মুহীব্বান সহ সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও মোবারকবাদ জ্ঞাপন করেন।