Sharing is caring!
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজার পৌরসভার অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন পৌরসভা সহায়তা কমিটির সদস্য ও জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌরসভা কার্যালয়ের সামনে ২০২৪-২৫ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণলয় হতে প্রাপ্ত কম্বল অসহায় ও শীতার্ত মানুষের মাঝে বিতরণের আয়োজন করে মৌলভীবাজার পৌরসভা।
দরিদ্র ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে সরকারের পক্ষ থেকে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে মৌলভীবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায় দুস্থ শীতার্তদের হাতে কম্বল তুলে দেন মৌলভীবাজার পৌরসভা সহায়তা কমিটির সদস্য ও জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান।
এসময় মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ আব্দুল মুমিন, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশন (বিপিকেএফ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার এসেসর (চলতি দায়িত্ব) এ.কে.এম. নুরুজ্জামান, সহকারী এসেসর বিজন কান্তি পাল, সহকারী এসেসর মোঃ ময়নুল ইসলাম, ভান্ডার রক্ষক রুমেল আহমদ, সহকারী কর আদায়কারী (চলতি দায়িত্ব), আব্দুল কাইয়ূম, কনজারভেন্সী ইন্সপেক্টর মোঃ আব্দুল মতিন প্রমুখ সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।