প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ণ
মৌলভীবাজারে শীতার্তদের মাঝে নাসির আহমেদ শাহীন এর কম্বল বিতরণ
সালেহ আহমদ (স'লিপক):
মৌলভীবাজারে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র পরিপূর্ণ সুস্থতা কামনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নাসির আহমেদ শাহিন এর উদ্যোগে পথশিশু সংগঠন বাংলার নাট্যলোকের সার্বিক তত্ত্বাবধানে আড়াই শতাধিক ছিন্নমূল শিশু ও অসহায় দু:স্থ মানুষের মাঝে কম্বল বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তন হলরুমে বাংলার নাট্যলোক মৌলভীবাজার এর সভাপতি সাংবাদিক দুরুদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি (সহ-সভাপতি পদ মর্যাদা) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন।
মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলার নাট্যলোকের উপদেষ্টা ও মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হান্নান, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, বাংলার নাট্যলোক মৌলভীবাজারের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল খাঁন, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নাসির আহমেদ শাহিন বলেন, তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপি'র নেতৃবৃন্দ অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করছেন। এরই ধারাবাহিকত মৌলভীবাজারে অসহায় শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি। আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
পরে, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র পরিপূর্ণ সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.