প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৬:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ
জুয়া খেলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় নিহত ১, জড়িত সন্দেহে আটক ৩
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ার কলাউজান ইউনিয়নে রাবার ড্যাম এলাকার রসুলাবাদ পাড়ায় অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে মারধরের ঘটনায় একজন নিহত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল আনুমানিক ১০ টায় এ ঘটনাটি ঘটেছে।
নিহতের নাম মোঃ জাহেদুল ইসলাম (১৮)। তিনি কলাউজান ইউনিয়নের রসুলাবাদ পাড়ার কোরবার আলী'র পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান।
সূত্রে জানা গেছে, উপজেলা কলাউজান ইউনিয়নের রাবার ড্যাম এলাকার মোবাইলযোগে চলিত অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে মরধরের ঘটনা ঘটেছে। এক পর্যায়ে জাহেদুল ইসলাম'কে গলা টিপে হত্যা করেছে সতীর্থরা।
এ প্রসঙ্গে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান জানান, উল্লেখিত এলাকায় অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে ঘটিত মারধরের ঘটনায় এক জন নিহত হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । উক্ত ঘটনার সহিত জড়িত সন্দেহে ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনা হয়েছে। তদন্তের স্বার্থে তিনি তাদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেছেন ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.