প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৬:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৪, ২০২৫, ৭:৩১ অপরাহ্ণ
শিবগঞ্জে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ৭টি দাবী অন্তর্ভুক্তির জন্য প্রচারণা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে ৭টি দাবী অন্তর্ভুক্ত করার জন্য লিফলেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারী) বিকেলে উপজেলার শহীদ মীর মুগ্ধ স্কয়ার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ আয়োজনে এ উপলক্ষে প্রচার-প্রচারণার উদ্বোধন করা হয়।
৭টি দাবির মধ্যে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুতসময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে করা, ঘোষণাপত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে, অভ্যুত্থানে আওয়ামী খনি ও দোসদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করা, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা, নতুন রাজনৈতিক বন্দোবস্তে বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রদান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকা ও জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদি সরকারকে উৎখাত করা ছিল না বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে'।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটি শিবগঞ্জ উপজেলা শাখার সমন্বয়ক আবু তোয়াব, জাহাঙ্গীর আলম, ফিরোজ আলম, হানজালা, খাদিজা, জেসমিন খাতুন, মুশফিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিবগঞ্জ উপজেলার সমন্বয়ক সাব্বির খান, সিহাবউদ্দৌলা, সাব্বির হোসেন, ফাহিম, মলি আক্তার প্রমূখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.