ফাহাদ, লোহাগাড়া-সাতকানিয়া (চট্টগ্রাম):
অসহায় মানুষের মাঝে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে চট্টগ্রামের সাতকানিয়ার স্বনামধন্য সংগঠন সততা গ্রুপ এন্ড টুয়েন্টি সোসাইটির উদ্যেগে নগদ অর্থ প্রদান করা হয়।
১৪ জানুয়ারি (মঙ্গলবার ) বিকালের দিকে সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহার সিন্দিপ্যা-পাড়ার মোহাম্মদ হেলাল উদ্দিন'কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান সততা গ্রুপ এন্ড টুয়েন্টি সোসাইটির প্রতিনীধী৷
এসময় সততা গ্রুপ এন্ড টুয়েন্টি সোসাইটির পক্ষ থেকে অসুস্থ হেলাল উদ্দিন'কে নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, সততা গ্রুপ এন্ড টুয়েন্টি সোসাইটির সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ আমান, অর্থ-সম্পাদক জসিম উদ্দিন এবং সহ-অর্থসম্পাদক মোঃ মূসা ।
সততা গ্রুপ এন্ড টুয়েন্টি সোসাইটির সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, অসুস্হদের কিংবা অসহায়দের সাহায্য করা মানে তাদের প্রতি করুণা নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে পারা সৌভাগ্যের বিষয় এবং এটি অন্যতম মানবিক গুণ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.