এম.এ.মান্নান,নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
দৈনিক যুগান্তর পত্রিকার নাগরপুর প্রতিনিধি, নাগরপুর প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান বকুল নাগরপুর উপজেলা সদর বাজার বনিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার ১৭ জানুয়ারি সকালে নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নাগরপুর উপজেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
সংগঠনের সভাপতি আক্তারুজ্জামান বকুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আরশেদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন নীতিমালা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক একেএম ফরিদুজ্জামান কোহিনুর। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, নয়ানখান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আলী মুনছুর, সংগঠনের অর্থ সম্পাদক আলীম বিন শাম্স, মো. রহুল আমীন. মো. রমজান আলী, মো, জাকির হোসেন, মো. নাজমুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে যুগান্তর নাগরপুর প্রতিনিধি আক্তারুজ্জামান বকুলের হাতে সম্মননা স্মারক তুলে দেয় হয়।