Sharing is caring!
দক্ষিণ সুরমা প্রতিনিধি:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন রাজমিস্ত্রী উন্নয়ন পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী আবাসন ব্যবসায়ী আলহাজ মোঃ হারুনুর রশীদ।
সিলাম ইউনিয়ন রাজমিস্ত্রী উন্নয়ন পরিষদের সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ মিফতাহল হোসেন সুইট।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট রাজনীতিবীদ আবেদ রাজা, রাজনীতিবিদ হাজী তাজরুল ইসলাম তাজুল, যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনীতিবিদ শাহ কামাল উদ্দিন, রাজনীতিবিদ মনিরুল ইসলাম তুরন, আবাসন ব্যবসায়ী হাজী আব্দুল কাইয়ুম, ব্যবসায়ী মোতাহির হোসেন জুনেদ, নাট্য অভিনেতা শাহেদ মোশারফ, রাজনীতিবিদ সুহেল ইবনে রাজা, সংগঠনের সহ-সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সুহেল আহমদ মেম্বার, আমিরুল ইসলাম মাসুম মেম্বার, বিশিষ্ট মুরুব্বী জিল্লুর রহমান জিলু, মনু মিয়া প্রমুখ।