প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৫, ১০:৫৫ পূর্বাহ্ণ
শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব : মোঃ আব্দুর রফিক
সিলেট ডেস্ক:
সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। সিলেট বধির সংঘ শীতবস্ত্র বিতরণ করে সেই দায়িত্ব পালন করেছে। তিনি বলেন, সিলেট বধির সংঘের কোন নিজস্ব কার্যালয় নেই। ভাড়া করা কার্যালয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে। সদস্যরা এসএসসি পর্যন্ত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। তাদের কর্মসংস্থানের সমস্যা রয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা করে সাধ্য অনুযায়ী সহযোগিতা করা হবে।
শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট বধির সংঘের উদ্যোগে নগরীর স্টেশন রোডস্থ কার্যালয়ে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটে বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি শিহাব উদ্দিন আহমদ, সংঘের সাধারণ সম্পাদক আসাদ আহমদ মিঠু, সহ-সভাপতি মোহাম্মদ সায়মন, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মোহাম্মদ দস্তগীর, কোষাধ্যক্ষ মিনহাজ উদ্দিন খান রনি, ক্রীড়া সম্পাদক মুস্তাজাব উদ্দিন খান জনি, পাঠাগার সম্পাদক মইন উদ্দিন লিটন, কার্যকরী সদস্য সাউথ উদ্দিন খান, সঞ্চিতা মজুমদার, ফরহাদ আহমদ চৌধুরী, শরীফ আলী, ইমন আহমদ, সালেহ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.