আজ রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

লোহাগাড়ায় ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন সম্পন্ন

editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ণ
লোহাগাড়ায় ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন সম্পন্ন

Oplus_131072

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগর ১নং ওয়ার্ড বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আধুনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মছদিয়া গাবতল এলাকায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামাদলের আহ্বায়ক আলহাজ্ব মৌলানা মুজিবুর রহমান এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন।
লোহাগাড়া উপজেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মাষ্টার শাহেদুল আনোয়ার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ১নং সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য ও পদুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবুল হাসেম, উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির আহমেদ, আধুনগর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোঃ নাসির উদ্দীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইব্রাহিম রুবেল, উপজেলা ছাত্রদলনেতা তারেকুল ইসলাম, সাকিবুল হাসান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নাজমুল মোস্তফা আমিন বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে, অসংখ্য শহিদের তাজা রক্তের বিনিময়ে আমরা একটি ফ্যাসিস্ট সরকার পতনের মাধ্যমে পুনরায় স্বাধীনতা পেয়েছি। এর মাধ্যমে সবাই বাক স্বাধীনতা পেয়েছি। স্বৈরাচারী হাসিনার পতনের মাধ্যমেও আমাদের শিক্ষা নেওয়া উচিৎ। আমরা একটি সুষ্টু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই। আপনাদের ভালবাসা আমাদের আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে।