প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৫, ১০:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৮, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
সিলেটে ৬ষ্ঠ বই মেলা সম্পন্ন
উৎফল বড়ুয়া, সিলেট
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার ১৭ জানুয়ারি অনুষ্ঠিত বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।
শিশুসাহিত্যিক প্রফেসর ডা. আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত গবেষক সাংবাদিক সুমন কুমার দাশ, সিলেট মহানগর দায়রা জজ আদালতের এডিশনাল পিপি লেখক-সাংবাদিক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, দৈনিক আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, গবেষক ড. কাজী কামাল আহমদ, কবি মুন্নি আখতার, সাজন আহমদ সাজু। কবি কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জসিম বুক হাউসের সত্বাধিকারী মো. জসিম উদ্দিন।
সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় ১১ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করে কালান্তর প্রকাশনী ও জসিম বুক হাউস। ৭ ডিসেম্বর থেকে এ মেলা শুরু হয়।
বই মেলার সমাপনী দিনে বক্তারা বলেন,আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই । ধর্মের চর্চা চাইকি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে; কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি; ও-চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না; চিড়িয়াখানাতেও নয় । এইসব কথা যদি সত্য হয়, তাহলে আমাদের মানতেই হবে যে, সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে। সেইজন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.