রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামি সোসাইটি [বিআইএস] এর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৮ই জানুয়ারি শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের বর্মাছড়া চা বাগানে অবস্থানরত শীতার্ত চা শ্রমিকদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামি সোসাইটি [বিআইএস] এর প্রতিষ্ঠাতা সভাপতি এম. মুহিবুর রহমান মুহিব উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামি সোসাইটি [বিআইএস] এর মহাসচিব মিজানুর রহমান রাসেল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয় মৌলভীবাজার এর মোঃ নাজির , যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের সদস্য সচিব শিমুল বোনার্জী,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শ্রীমঙ্গল, মৌলভীবাজার স্বাস্থ্য সহকারী দীনেন গোয়ালা, উজেলা ভুমি অফিস স্টাফ বিক্রম বৈদ্য , যুগ্ন অর্থসূচি কামরান চৌধুরী, সমাজকর্মী আহবাব আল হামিদী,কার্যকরী পরিষদের সদস্য শেখ মেহেদী হাসান,মানবিক সহায়তা টিমের সাফওয়ান বক্স আসিফ,ফয়ছল আহমদ শাহী, মানবিক সহায়তা টিমের সহকারী টিম লিডার আশরাফুল ইসলাম তানভীর, মনির উদ্দিন, নাহিদ হাসান,রেদোয়ান আহমদ ছামী, জাবেদ আহমদ, আব্দুল আহাদ, হাম্মাদ সাদী প্রমুখ।
প্রতিষ্ঠাতা সভাপতি এম. মুহিবুর রহমান মুহিব
বলেন, শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামি সোসাইটি [বিআইএস] ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন। প্রতিষ্ঠাকালীন সময় থেকে দীর্ঘ ২৪ বছর যাবত আমরা মৌলভীবাজার জেলায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছি। এই শীত মৌসুমে পর্যটন শহর হিসেবে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে শীত মোসুমে শীতের প্রকোপ বেড়ে চরম আকার ধারণ করে। এদের মাঝে চা শ্রমিকরা বেশী শীতের প্রকোপে খুবই কষ্ট পান। তাই আজ আমরা উপজেলার রাজঘাট ইইনিয়নের বর্মাছড়া চা শ্রমিকদের পাশে এসে দাঁড়িয়েছি। আমরা আজ ১০শো জন চা শ্রমিকদের মাঝে উন্নত মানের এসব লেপ বিতরণ করে তাদের কষ্ট লাঘবে সহয়তা করার চেষ্টা করেছি।বিদেশ থেকে আসা অর্থ ও আমাদের সকলের সম্মিলিত অর্থে এধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকি। আামদের এ আয়োজনে পাশে থেকে যারা সাহাযোর হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.