প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ
রক্তদানের মাধ্যমে আমরা অনেক রোগীকে নতুন জীবন দিতে পারি
উৎফল বড়ুয়া, সিলেট
ইয়োথ ক্রিয়েশন-যুব সৃষ্টি সংগঠনের উদ্যোগে ,সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর সহযোগিতায় ২৩ তম বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন সোমবার ২০ জানুয়ারি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার রাঘবপুর নই মিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইনে মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। নইমিয়া দারুল কোরআন দাখিল মাদ্রাসায় উক্ত প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ মুকাদ্দিস খুবই আন্তরিকভাবে স্থানটিতে ক্যাম্পেইনের ব্যবস্থা করে দেন।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন Youth Creation - যুব সৃষ্টি সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল্লাহ আল ইমরান, সহ সভাপতি এস. এম. মামুন, সাধারণ সম্পাদক নাইম আহমেদ, আঞ্চলিক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, অর্থ সম্পাদক এমদাদুল হক, প্রচার সম্পাদক ফারদিন আহমেদ, আঞ্চলিক প্রচার সম্পাদক ইয়াসির এলাহী রাজিব, ফারহান আহমেদ, মারুফ আহমেদ ও সিলেট রক্তের অনুসন্ধানে আমরা প্রতিষ্ঠাতা মো তারেক আহমদ, সহ সভাপতি আওলাদ হোসেন,
ব্লাড ক্যাম্পেইন বিষয়ক আকরাম আহমদ, সহ- মহিলা সম্পাদক জেসমিন আক্তার, সদস্য শাহরিয়া নাফিজ জয়,
মাহমুদুল হাসান নাঈম প্রমুখ।
জনসচেতনতা সৃষ্টি ও সেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে রেখে হাঁটি হাঁটি পা পা করে মানবিক কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে ইয়োথ ক্রিয়েশন-যুব সৃষ্টি সংগঠন ও সিলেট রক্তের অনুসন্ধানে আমরা। শুধু তাই নয় উক্ত মানবিক সংগঠন দেশের বিভিন্ন দূর্যোগময় মুহুর্তে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে থাকা অসচ্ছল শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সহ বিভিন্ন মানবিক, সামাজিক কার্যক্রমে অবদান রেখে চলেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.