আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে রাজশাহীর বাঘায় ২ দিনব্যাপি  বিজ্ঞান মেলা শুরু 

editor
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫, ০৬:১৮ অপরাহ্ণ
৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে রাজশাহীর বাঘায় ২ দিনব্যাপি  বিজ্ঞান মেলা শুরু 

Sharing is caring!

দোয়েল,বাঘা,রাজশাহী প্রতিনিধিঃ
সোমবার ২০ জানুয়ারি সকালে বাঘা উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে  এই মেলার উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেলায় বাঘা উপজেলার ২০ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা।
মেলায় বিজ্ঞানে পারদর্শী ক্ষুদে শিক্ষার্থীরা ডিজিটাল সিটি, আধুনিক শিক্ষা ও  চিত্ত বিনোদন, তথ্য প্রযুক্তির সদ্ব্যবহারে আসক্তি রোধ, আধুনিক ইটিপি প্লান্ট ও মডার্ণ এগ্রো ফার্মসহ বিভিন্ন বিষয়ে তাদের তৈরি বিজ্ঞান ভিত্তিক মডেল উপস্থাপন করে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বিজ্ঞান মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং  শিক্ষার্থীদের সঙ্গে তাদের উদ্ভাবিত প্রকল্প নিয়ে কথা বলেন।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার জানান, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে ভবিষ্যত প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে বিজ্ঞান মেলার বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা বিকাশের উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে ।
এর আগে গত শনিবার তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ- এসো দেশ বদলায় পৃথিবী বদলায় শ্লোগান সামনে রেখে- যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব’২০২৫ উদযাপন উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।