আজ বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে ফিরলেন আসাদুজ্জামান বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেট বিএনপির নেতাকর্মীরা

editor
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২৫, ০৬:২১ অপরাহ্ণ
দেশে ফিরলেন আসাদুজ্জামান বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেট বিএনপির নেতাকর্মীরা

Sharing is caring!

উৎফল বড়ুয়া, সিলেট,
দীর্ঘ ১০ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক, অবিভক্ত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান আহমেদ।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে তাকে স্বাগত জানান।
এসময় সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি  সাহবুদ্দিন আহমদের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম।
এসময় আরো বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক চৌধুরী, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, গণশিক্ষা বিষয়ে সম্পাদক সিলেট জেলা বিএনপি সাহিদুল হক সোহেল, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আজমল আলী মাশুক, বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারি, মহানগর ছাত্রদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু, সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি ওসমান গনি, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, সদস্য জেরিন আহমদ, মহানগর যুবদল নেতা এরশাদ আহমদ, অপু ঘোষ, বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতা একে আজাদ পনির, খলকু মিয়া, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাবুল আহমদ, বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজান আহমেদ, সুহেল তালুকদার, সদস্য রাহেদ আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছালেহ আহমদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদস্য নাজিম আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম মাহি, সাবেক সদস্য সাজু মিয়া, মুসলেখ আহমদ, ছত্রনেতা আনিস খাঁন, তোফায়েল আহমেদ নোমান, সেলিম আহমদ জয়, আব্দুর রহিম, আলমগীর হুসেন, মারুফ, ইমন আহমেদ, জমির মিয়া, সাহিন মিয়া, আত্তর মিয়া, নুরুজ্জামান, লক্কন দাস, বদরুল মিয়া প্রমুখ।
এসময় বদরুজ্জামান সেলিম বলেন, আসাদুজ্জামান ৯০ স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের আন্দোলনের সাহসী ভূমিকা রেখেছেন এবং বালাগঞ্জ ও এমসি কলেজ ছাত্রদলকে সুসংগঠিত করতে একজন দক্ষ সংগঠনক হিসেবে কাজ করেছেন। এছাড়াও বহির্বিশ্বে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে দেশে করোনা চলাকালে লগডাউনের সময় স্বৈরাচার খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলনের একমাত্র প্রক্রিয়া ছিল অনলাইন প্লাটফর্ম।
সেই সময় তিনি যুক্তরাজ্য বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের সকল জুম মিটিংয়ের আয়োজন করে দলীয় নেতাকর্মীদের উৎসাহ প্রদান করতেন। জুম মিটিং গুলো আয়োজন করার জন্য তিনি বিদেশে থাকা অবস্থায় ডিজিটাল নিরাপত্তা (তথ্যপ্রযুক্তি) আইনে মামলাসহ বিভিন্ন রাজননৈতিক মামলা দিয়ে পরিবারকে হয়রানী করা হয়।