আজ বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজারে মাসুদ ফাউন্ডেশনের নিয়মিত মাসিক অনুদানের নগদ অর্থ বিতরণ

editor
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪, ০৮:০৫ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে মাসুদ ফাউন্ডেশনের নিয়মিত মাসিক অনুদানের নগদ অর্থ বিতরণ

Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে সেচ্ছাসেবী সংগঠন মোঃ মাসুদ ফাউন্ডেশনের নিয়মিত মাসিক অনুদানের ৩৬তম কিস্তি ও নগদ অর্থ প্রদানের ৭ম কিস্তি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর মোঃ মাসুদ এর বড়কাপনস্থ বাসভবনে গরীব অসহায় সুবিধাভোগী মানুষের মাঝে ফাউন্ডেশনের নিয়মিত মাসিক অনুদানের ৩৬তম কিস্তি ও নগদ অর্থ প্রদানের ৭ম কিস্তি বিতরণ করেন সাবেক কাউন্সিলর মোঃ মাসুদ।
ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সাংবাদিক সালেহ আহমদ (স’লিপক) এর সঞ্চালনায় এসময় কমরু মিয়া, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তুহিন আহমদ, নির্বাহী সদস্য নাদিম মোহাম্মদ সহ ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং স্থানীয় মায়মুরব্বি ও যুবসমাজ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোঃ মাসুদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে অসহায় দরিদ্রদের মাঝে বিগত ৩ বছর ধরে প্রতি ইংরেজি মাসের পহেলা তারিখ নিয়মিত মাসিক অনুদান বিতরণ করে আসছে। ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবং সুবিধাভোগীদের সদয় সম্মতির প্রেক্ষিতে বিগত মে মাস (২০২৪ইং) থেকে খাদ্যসামগ্রী বিতরণের পরিবর্তে প্রতি মাসে লটারির মাধ্যমে ৮জনকে দশ হাজার টাকা করে মোট আশি হাজার টাকা নগদ বিতরণ করা শুরু হয়। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার (১ নভেম্বর) মাসিক অনুদানের ৩৬তম এবং নগদ অর্থ প্রদানের ৭ম কিস্তি বিতরণ করা হয়।
এছাড়াও ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র, করোনাকালীন ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ, তীব্র গরমে যানবাহন এবং পথচারীদের মাঝে হালকা খাবার ও ঠান্ডা শরবত বিতরণ, রমাদ্বান মাসে ইফতার সামগ্রী বিতরণ, দুই ঈদে উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ, শিশুদের নিয়ে বিভিন্ন ইভেন্টে শিক্ষা ও আনন্দ সফর, খেলাধুলা সহ সামাজিক, ধর্মীয়, শিক্ষা, ক্রীড়া ও উন্নয়নমূলক এবং উৎসাহ উদ্দীপনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা ইতিমধ্যে সমাজের বিভিন্ন মহলে ব্যাপক প্রসংশা কুঁড়িয়েছে।