প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ১১:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৫, ৮:৩২ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রেসক্লাবে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীনের মতবিনিময় অনুষ্ঠিত
সালেহ আহমদ (স'লিপক):
মৌলভীবাজার প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি লিডার নাসির আহমেদ শাহীন।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে মৌলভীবাজার প্রেসক্লাব হলরুমে প্রেসক্লাবের আহবায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নাসির আহমেদ শাহীন। অনুষ্ঠানের শুরুতে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন প্রেসক্লাবের সাংবাদিকরা।
মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুজনের জেলা সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা সংবাদদাতা ডাঃ ছাদিক আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাভিশন টিভি ও দৈনিক জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আজাদুর রহমান আজাদ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আহমদ ফারুক মিল্লাদ, মু.ইমাদ উদ দীন, মাহবুবুর রহমান রাহেল, জাকির হোসেন, আব্দুল মুক্তাদির, দুরুদ আহমদ, স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলার যুগ্ম আহ্ববায়ক আমিরুল ইসলাম সাহেদ প্রমুখ।
এসময় মৌলভীবাজার জেলা শহরে কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ সহ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা তাদের বক্তব্যে দেশের জন্য প্রবাসীদের নানা অবদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ ও অভিনন্দন জানান। তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্রম দ্রুতচালু করা, প্রবাসীদের জন্য দেশ ও প্রবাসের নানা সমস্যা সমাধানে তাদের সার্বিক কল্যাণে সরকারকে এগিয়ে আসার আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে নাসির আহমেদ শাহীন বলেন, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে। আগামী নির্বাচনে জনগনের ভোটে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাহআল্লাহ। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান যে উন্নয়ন করেছিলেন তাই রয়েছে। গত ১৫-১৬ বছর এ জেলায় কোন উন্নয়ন হয়নি। পিছিয়ে পড়া মৌলভীবাজারের উন্নয়নে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি উন্নয়নমূলক কাজ করবে। বিমানবন্দরসহ দেশে আসা প্রবাসীদের হয়রানী রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি বলেন, ফ্যাসিষ্ট আওয়ামীলীগের পতন হলেও তাদের দোসরদের পতন হয়নি। তারা ঘাপটি মেরে বসে আছে। এবিষয়ে প্রত্যেককে সর্তক থাকতে হবে। তিনি মৌলভীবাজার প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.