গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ২ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমান করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারী) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া বাজারে ও তুমলিয়া ইউনিয়নের কাপাসিয়া মোড় এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি বলেন, বুধবার সন্ধ্যায় নাগরী ইউনিয়নের রায়েরদিয়া বাজারে ও তুমলিয়া ইউনিয়নের কাপাসিয়া মোড় এলাকায় বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্স এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন ২০১৮ এর ৩০ ধরায় রায়েরদিয়া বাজারের নাজিমউদ্দিন এর ছেলে শাকিল (৩৩) কে ১০ হাজার টাকা এবং কাপাসিয়া মোড় আল মদিনা বেকারীর মালিক মোশারফ হোসেন (৬২) কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
এ সময় গাজীপুরের বিএসটিআই এর ফিল্ড অফিসার মাকসুদা রুনা, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।