আজ শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নাগরপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন:সভাপতি ডা.মান্নান;সেক্রেটারী আদনান

editor
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২৫, ০১:৫৭ অপরাহ্ণ
নাগরপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের কমিটি গঠন:সভাপতি ডা.মান্নান;সেক্রেটারী আদনান

Sharing is caring!

মান্নন,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর
উপজেলা যুব বিভাগ কর্তৃক বিশাল যুব সম্মেলন ও ২০২৫-২০২৬ সেশনের উপজেলা যুব কমিটি গঠন সম্পন্ন হয়েছে,আলহামদুলিল্লাহ।
বুধবার(২২ জানুয়ারী ২০২৫ )বিকালে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ অন্যতম সদস্য (যুব,তথ্যপ্রযুক্তি ও প্রচার বিভাগ), সাবেক ছাত্রনেতা ডা.এম.এ.মান্নান এর পরিচালনায় যুব সম্মেলন ও উপজেলা শাখা যুব কমিটি সেটআপ সম্পন্ন হয়।অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন উপজেলা আমীর মাওলানা মো.রফিকুল ইসলাম।
এ যুব সম্মলন ও সেটআপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলা যুব বিভাগের সভাপতি মো. বোরহানুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সেক্রেটারি এস এম সুরুজ জামান ও সাংগাঠনিক সেক্রেটারি শাহিন মিয়া।
এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী অধ্যাপক আব্দুস সালাম,উপজেলা ছাত্রশিবির সভাপতি মু.তোফায়েল আহম্মেদ,বিশিষ্ট মানবাধিকার কর্মী ব্যারিষ্টার হাসনাত জামিল,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো.আবু বকর।
অতিথি বৃন্দের আলোচনা শেষে নাগরপুর উপজেলা আমীর মাওলানা মো.রফিকুল ইসলাম উপজেলা যুব বিভাগের ২০২৫-২০২৬  সেশনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। এরা হলেন  সভাপতি ডা.এম.এ.মান্নান,সেক্রেটারী কাজী আদনান(রুসেল),সাংগঠনিক সম্পাদক মো.কোরবান আলী,অর্থ সম্পাদক মো.মহিদুল ইসলাম,ক্রীড়া ও কর্মসংস্থান সম্পাদক ব্যারিষ্টার হাসনাত জামিল,অফিস ও মিডিয়া সম্পাদক আব্দুস সবুর,কার্যকরী সদস্য: ইন্জি তারিকুল ইসলাম, মেজবাহুল এহসান শোভন,মো.লুৎফর রহমান,মো.শাহেদ মিয়া ও আব্দুর রহমান।ঘোষনা শেষে জেলা যুব বিভাগ ও উপজেলা জামায়াত নেত্ববৃন্দ ঘোষনা কমিটিতে সাক্ষর করেন।
এসময় উপজেলা জামায়াতের শূরা সদস্য  মো.ইমরান হোসেন,উপজেলা কর্ম পরিষদ সদস্য হাফেজ আজিম উদ্দীন,বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী সভাপতি মো.শামছুল হোক, সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতি আবদুর রশীদ হারুন মিয়া,উপজেলা শ্রমিক নেতা মীর মোশারফ হোসেনসহ নাগরপুর উপজেলার সকল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি,সেক্রেটারী এবং যুব বিভাগের সকল পর্যায়ের জনশক্তি উপস্থিত ছিলেন।