Sharing is caring!
ফাহাদ, লোহাগাড়া :চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোড়স্থান ৮নং ওয়ার্ড সংলগ্ন মোছাম্মৎ ফাতেমা খাতুন চৌধুরাণী কারিগরি ইনস্টিটিউটের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকালে মাদ্রাসার উদ্বোধনকালে এমনটাই মন্তব্য করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সি ফরিদ উদ্দীন চৌধুরী।
মাদ্রাসাটির সিনিয়র শিক্ষক আব্দুল হামিদের সঞ্চালনায় ও গৌড়স্হান হযরত উম্মে ছালমা (রাঃ) ছোবহানিয়া মহিলা দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা হযরত মাওলানা আব্দুল সোবহান এর সভাপতিত্বে, গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, মাষ্টার আব্দুস সালাম, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, লোহাগাড়া চট্টগ্রাম। প্রধান বক্তা” মুন্সি ফরিদ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, গৌড়স্হান চৌধুরী পাড়া পুটিবিলা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ মেহের আলী সাহেব, মৌলানা আবুল কালাম আজাদ, মুহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী, মাওলানা মুহাম্মদ শব্বীর হোসাইন, মাষ্টার মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা রফিক আহমদ সাহেব, মুহাম্মদ ফৌজুল কবির সাহেবসহ বিভিন্ন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সি ফরিদ উদ্দীন চৌধুরী বলেন, শিক্ষার কোন বয়স নেই। নারীদের সুশিক্ষার মাধ্যমেই জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করা সম্ভব। নারীদের দ্বীনি শিক্ষা দান করা অতিব জরুরি। নারীদের মাধ্যমেই সন্তানরা ইসলামি ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবে। তাই দ্বীনি শিক্ষার মাধ্যমে নারীদের এগিয়ে নিয়ে যেতে হবে।