আজ সোমবার, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নাগরপুরে মামুদনগর ইউনিয়ন কৃষক দলের সমাবেশ

editor
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫, ০৩:০৬ অপরাহ্ণ
নাগরপুরে মামুদনগর ইউনিয়ন কৃষক দলের সমাবেশ

Sharing is caring!

এম.এ.মান্নান,নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি:
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত কবার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরের মামুদনগর ইউনিয়নে প্রান্তিক কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫জানুয়ারি) দুপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করেন। নাগরপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও নাগরপুর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির  সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি প্রমুখ।