Sharing is caring!
রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ১০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার (২৫শে জানুয়ার) বিকেলে শ্রীমঙ্গল মহসীন অডিটোরিয়ামে হল রুমে শ্রীমঙ্গল উপজেলা বিএনপি,পৌর বিএনপি ও সকল অঙ্গসংগঠনের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, শীতবস্ত্র ও শিরনী বিতরণ করা হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র আরাফাত রহমান কোকোর ১০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ আলোচনা সভা দোয়া মাহফিল প্রীতিভোজ ও শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহব্বয়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মোঃ মহসীন মিয়া মধু।
মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অনুষ্ঠানের শুরুতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহৃানের কনিষ্ট পুত্র কোকো ‘রহমানে ও তার পরিবারের সকলে কল্যানে বিশেষ দোয়া পড়েন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব আব্দুল কুদ্দুস নিজামী।
পৌর বিএনপির সাবেক সদস্যসচিব নজরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সূস্য আতিকুর রহমান জরিপ, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম- আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলকাছ মিয়া, সাবেক মহিলা কাউন্সিলর হেলেনা চৌধুরী, মোঃ ফারুক আহমেদ, সদর ইউনিয়নের সদস্য মোঃ শাহজাহান মিয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে বিভিন্ন ওয়ার্ডের গররব অসহায় শীতার্ত সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পরে উপস্থিত সকলের মাঝে শিরনী বিতরণ করা হয়।