প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৫, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৫, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় আলমগীর কবির ফাউন্ডেশনের শীতবস্ত্র উপহার
আবির হোসেন, সাতক্ষীরা থেকে:
সাতক্ষীরার চাম্পাফুলে শীতার্তদের মাঝে কম্বল উপহার দিয়েছে আলমগীর কবির ফাউন্ডেশন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল চারটায় নিজ গ্রামের বাড়িতে এ কর্মসূচি করেন শেয়ার পয়েন্ট লিমিটেড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও আলমগীর কবির ফাউন্ডেশনের সভাপতি আলমগীর কবির।
এসময় চাম্পাফুল গ্রামের প্রায় শতাধিক হতদরিদ্র অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি।
আলহাজ্ব শেখ আম্বিয়া রহমানের সভাপতিত্বে এলাকার স্কুল শিক্ষক, মসজিদের ইমাম, ব্যবসায়ী, সমাজসেবক ও গ্রামের গুণীজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আগত সবাই এ মানবিক কাজের প্রশংসা করেন।
এ কর্মসূচির বিষয়ে ফাউন্ডেশনের সভাপতি আলমগীর কবির বলেন, আমি আমার নিজ এলাকাকে সকলের সহযোগিতার মাধ্যমে এগিয়ে নিতে চাই। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে সংঘবদ্ধভাবে কাজ করে আমাদের ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়নে পরিণত করার প্রত্যয়ে কাজ করছি। তারই অংশ হিসেবে আজকে শীতার্ত মানুষদেরকে কম্বল উপহার দেওয়া হয়েছে। আগামীতেও আমার পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.