Sharing is caring!
উৎপল বড়ুয়া সিলেট:
বাংলাদেশ আন্ত: শিক্ষা বোর্ড কর্মচারি ফেডারেশনের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৫-২৭ গতকাল শনিবার, ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন ঘোষিত তপশিল মোতাবেক জালাল-জাহেদ প্যানেলের ২৩ সদস্যের মনোনয়ন পত্র বৈধবিবেচিত হওয়ায় এবং আর কোন প্যানেল না থাকায় উক্ত প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।
কমিটি নিম্নরূপ- সভাপতি মো. জালাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল বাসেত, সহ-সভাপতি- মো. সিরাজুল ইসলাম ও মো. নাসির মোল্লা, মহাসচিব লায়ন মোহাম্মদ জাহেদ হোসেন, যুগ্ম-মহাসচিব যথাক্রমে সৈয়দ মওদুদ-উল করিম, মো. রাকিব হাসান, মো. জামাল, মো. মাহবুব আলী, নিরঞ্জন সিংহ, অর্থ সম্পাদক মো. সাজেদুল ওয়াহেদ খান, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে শহিদুল ইসলাম, মো. মমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাইফউদ্দিন মানিক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আবুল কালাম, শিক্ষা সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, আইন ও দরকষাকসী বিষয়ক সম্পাদক মো. আইয়ুব আলী, নির্বাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ হুমায়ুন কবীর মোঃ আব্দুল মান্নান, মাসুদ আলম, মো. শাহাব উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান।
প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সহকারী কলেজ পরিদর্শক মো. মহিউদ্দিন, অপর দুই কমিশনার সিলেট শিক্ষা বোর্ডের সহকারি হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আলমগীর কবির, কারিগরি শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মো. আরমান আসলাম।