প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ৮:০৭ পূর্বাহ্ণ
কমলগঞ্জের শমশেরনগরে আল্ট্রা ম্যারাথন অনুষ্ঠিত
সালেহ আহমদ (স'লিপক):
"নিজের দেহ-মন সুস্থ্য রাখার জন্য দৌড়" এই স্লোগান নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) কুয়াশাচ্ছন্ন ভোর ৬টায় টিম শমশেরনগরের আয়োজনে উপজেলার শমশেরনগর চা বাগান মাঠ থেকে সাড়ে ৪ শত দৌড়বিদ ভোর ৬টায় ১৬৫ জন অংশগ্রহণকারী ৫০ কিলোমিটার দুরত্বের দৌড় এবং ভোর ৬টা ১০মিনিটে ২১ কিলোমিটার দূরত্বের দৌড়ে নারী পুরুষ মিলে ২৮৫ জন অংশগ্রহণকারীর দৌড় প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
শমশেরনগর সবুজে ঘেরা চা বাগান ফুটবল মাঠ থেকে বের হয়ে দৌড়বিদরা চা শ্রমিক বস্তি, চা বাগান প্লান্টেশন এলাকার উচু নিচু পাকা সড়ক ও রাবার বাগান ঘেষা সড়ক দিয়ে শমশেরনগর থেকে ত্রিপুরা সীমান্তবর্তী চাতলাপুর চেকপোস্ট ঘুরে আবার শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে আসেন ২১ কিলোমিটার এর দৌড়বিদরা। আর শমশেরনগর থেকে একই পথে দুইবার করে চাতলাপুর চেকপোস্ট ঘুরে শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে ফিরে আসেন দৌড়বিদরা। দৌড়ে সরকারি ও বেসরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রতিযোগীতা চলাকালীন স্থানে স্থানে ছিল দৌড়বিদদের জন্য প্রয়োজনীয় পানীয়, কলা, খেজুর সরবরাহ বুথ। এরই সাথে মেডিক্যাল টিমও। এসময় রাস্তার বিভিন্ন স্থানে চা বাগান ও গ্রামের মানুষজন বিশেষ করে শিশুরা দাঁড়িয়ে দৌড়বিদদের শুভেচ্ছা জানায়।
আগের দিন বিকাল থেকে দেশের নিবন্ধনকৃত দৌড়বিদরা শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে জড়ো হন। অনেকেই মাঠে নিজস্ব তাবু স্থাপন করেন। আর অধিকাংশ দৌড়বিদরা বিভিন্ন হোটেল ও রিসোর্টে উঠেন। আবার কেউ কেউ পরিচিতজনদের বাসায় অবস্থান করেন।
২৫ কিলোমিটার দৌড়ে প্রথম হয়েছেন আশরাফুল আলম এবং দ্বিতীয় হয়েছেন সামাউন হোসেন। ২৫ কিলোমিটার দৌড়ে মেয়েদের গ্রুপে প্রথম হয়েছেন ব্রাহ্মণবাজার সরকারি কলেজের অধ্যাপক দিলারা আক্তার খান ও দ্বিতীয় হয়েছেন বগুড়ার রুহি তাবাসসুম। ৫০ কিলোমিটার দৌড়ে প্রথম হয়েছেন ময়নুল আহমদ ও দ্বিতীয় হয়েছেন প্রভাত চৌধুরী।
বিকাল ৩ টায় শমশেরনগর চা বাগান ফুটবল মাঠে মৌলভীবাজার জেলা প্রশাসকের পক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.