প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ৯:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
অর্থের অভাবে ভর্তি নিয়ে অনিশ্চিত বৈশাখীর পাশে তারেক রহমান
দোয়েল, বাঘা,রাজশাহী, প্রতিনিধিঃ
রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি নিয়ে অনিশ্চিত বৈশাখীর পাশে দাঁড়ালেন বিএনপি'র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (০১ফেব্রুয়ারী-২৫) বেলা ১২ টায় মেধাবি শিক্ষার্থী বৈশাখী আক্তারের বাড়িতে বিএনপি'র ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার এই বার্তা নিয়ে উপস্থিত হন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন,রাজশাহী জেলা বিএনপি'র আহবায়ক আবু সাইদ চাঁদ,জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার,চারঘাট বিএনপি নেতা-জালাল উদ্দিন,বিএনপি নেতা এসডি চাঁদ প্রমুখ।
জানা গেছে, বৈশাখী আক্তার রাজশাহীর বাঘা পৌর এলাকার চক নারায়ণপুর গ্রামের দিন মজুর পিতা-আজবাহার আলী ও মতা-রুবিনা বেগমের মেয়ে। সে রহমতুল্লাহ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে-২০২২ সালে এস,এস,সি পরীক্ষায় জিপিএ-৫ এবং রাজশাহী সরকারি কলেজ থেকে-২০২৪ সালে এইচ,এস,সি পরীক্ষায়- জিপিএ-৫ প্রাপ্ত কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।
এবছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। তালিকা অনুযায়ী বৈশাখী আক্তার রংপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। তার লেখা-পড়ার খরচ বাবদ নগদ অর্থ,১ম/২য় বর্ষের সব বই, কংকাল ও পোষাক প্রদান করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.