প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২৫, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৫, ৬:২২ অপরাহ্ণ
ইমজা সিলেটের সভাপতি আশরাফুল কবির, সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু
উৎফল বড়ুয়া, সিলেট
ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেটের ২০২৫ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট আশরাফুল কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাত্তর টেলিভিশনের রিপোর্টার সাকিব আহমদ মিঠু।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টায় ইমজার সম্মেলন কক্ষে অষ্টাদশ বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলে এ নতুন কমিটি নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি জিটিভির সিলেট প্রতিনিধি বিলকিস আক্তার সুমি, সহ-সভাপতি বাংলা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এস আলম আলমগীর, সহ-সাধারণ সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার রানা মজুমদার বাপ্পি, কোষাধ্যক্ষ মাছরাঙা টেলিভিশনের রিপোর্টার শুভ্র দাস রাজন, প্রচার প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক চ্যানেল ২৪ এর রিপোর্টার আজহার উদ্দিন শিমুল, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মাই টিভির সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাস, নির্বাহী সদস্য ইমজার সাবেক কমিটির সভাপতি সজল ছত্রী, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার শাহজাহান সেলিম বুলবুল ও এটিএন বাংলার ভিডিও জার্নালিস্ট ইকবাল মুন্সি।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম জিল্লুর রহমান, নির্বাচন কমিশনার ইমজার সাবেক সভাপতি আল আজাদ ও নির্বাচন কমিশনার ইমজার সাবেক সভাপতি সংগ্রাম সিংহ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.