প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৫, ৩:১৯ অপরাহ্ণ
![](https://www.redtimes.com.bd/wp-content/uploads/2025/02/20250203_133957-scaled.jpg)
তাপস দাশ শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনায় উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে আজ উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) শ্রীমঙ্গল উপজেলার স্কুল, কলেজসহ পাড়া মহল্লায় বিভিন্ন পূজা মন্ডপে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যার দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবকে ঘিরে সকাল থেকেই মন্দির ও পূজা মন্ডপগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় শিক্ষার্থীরা বই-খাতা, কলম ও অন্যান্য শিক্ষা উপকরণ দেবীর চরণে অর্পণ করেন।
পুরোহিতের মন্ত্রোচ্চারণ, আরতি, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী পূজা উদযাপন করা হয়।
সকালের প্রথম প্রহর থেকেই পূজা মন্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন। পূজা উপলক্ষে মন্ডপগুলোতে বিশেষ আলোকসজ্জা ও বর্ণিল সাজসজ্জার ব্যবস্থা করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে প্রতিমা স্থাপন করা হয়। এসব স্থানে সকালে দেবীর পূজা ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হওয়ার পর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সরস্বতী পূজা মূলত বিদ্যার দেবীর পূজা হওয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। হাতে খড়ির মাধ্যমে অনেক শিশুর বিদ্যাচর্চার শুভ সূচনা করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেবী সরস্বতীর কাছে শিক্ষার্থীরা সাফল্যের প্রার্থনা করেন।
শ্রীমঙ্গলের এক শিক্ষার্থী সপ্তজ্যোতি ধর শ্লোক বলেন, “আমি প্রতি বছর নিষ্ঠার সঙ্গে সরস্বতী পূজায় অংশগ্রহণ করি এবং বিদ্যার দেবীর আশীর্বাদ কামনা করি। ভালো ফলাফল ও সাফল্যের জন্য দেবীর চরণে প্রার্থনা জানাই। আমাদের জন্য এ দিনটি শুধু ধর্মীয় উৎসবই নয়, বরং জ্ঞান ও শিক্ষার প্রতি নতুন করে অঙ্গীকারবদ্ধ হওয়ার একটি বিশেষ উপলক্ষ।”
আরেক অভিভাবক জ্যোতির্ময় ধর বলেন, “সরস্বতী পূজা কেবল ধর্মীয় আচার নয়, এটি আমাদের সন্তানদের মধ্যে জ্ঞান ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করার এক অনন্য উপলক্ষ। বিদ্যার দেবীর আশীর্বাদ লাভের আশায় তারা শুদ্ধ চিত্তে প্রার্থনা করে, যা তাদের মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে। তাই এই পূজা ধর্মীয় উৎসবের পাশাপাশি এক মহৎ শিক্ষামূলক আয়োজনও।”
এদিকে শ্রীমঙ্গলের সবুজবাগ গোসাই বাড়ি রোডে 'লালবাগ যুব কিশোর সংঘ'-এর ২৫তম আয়োজনে এবার নজর কেড়েছে ধান দিয়ে তৈরি ব্যতিক্রমী সরস্বতী প্রতিমা। প্রতিমাটি তৈরি করেছেন উদয় পাল ও গৌর পাল, যা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ২১ ফুট উচ্চতার এ অপূর্ব সৃষ্টি নির্মাণে সময় লেগেছে ৩০ দিন এবং ব্যবহার করা হয়েছে প্রায় ৫০ কেজি ধান। প্রথমবারের মতো এমন প্রতিমা দেখে দর্শনার্থীরা মুগ্ধ।
প্রতিমার কারিগর উদয় পাল ও গৌর পাল বলেন, "শ্রীমঙ্গলে এই প্রথম ধান দিয়ে সরস্বতী প্রতিমা গড়েছি। মানুষ প্রতিমাটি দেখে বিস্মিত ও আনন্দিত, যা আমাদের অনুপ্রাণিত করছে।"
সংঘের সভাপতি কৌশিক দত্ত বলেন, "নতুনত্বের খোঁজেই এবার ধান দিয়ে ২১ ফুট উচ্চতার দেবী সরস্বতীর প্রতিমা তৈরি করেছি, যা দর্শনার্থীদের দারুণভাবে আকৃষ্ট করছে।"
ধানের তৈরি এই অনন্য প্রতিমা দেখতে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের ঢল নেমেছে, অনেকে বলছেন—এটাই হতে পারে দেশের প্রথম ধানের সরস্বতী প্রতিমা।
শ্রীমঙ্গলে এবারের সরস্বতী পূজা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মন্ডপগুলোর নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সরস্বতী পূজার অন্যতম আকর্ষণ হলো বিভিন্ন পূজা মন্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন। সন্ধ্যার সময় পূজা মন্ডপগুলোতে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে দেবীর বন্দনা করা হবে। সন্ধ্যায় দেবীর মহাআরতির মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বলে জানা যায়।
সরস্বতী পূজার এই আয়োজন শ্রীমঙ্গলের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে প্রতি বছরই ধুমধামের সঙ্গে উদযাপিত হয়। বিদ্যার দেবীর আশীর্বাদ কামনায় আজকের এই পূজা ভক্তদের মনে আনন্দ ও উৎসাহের সঞ্চার করেছে।