Sharing is caring!
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন রঘুনন্দনপুরে বরুণার পীর আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম, শায়খুল হাদীস আল্লামা মুফতি মোঃ রশীদুর রহমান ফারুক বর্ণভী এর তত্ত্বাবধানে পরিচালিত আন্তর্জাতিকমানের ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা-দীক্ষা, আধ্যাত্মিকতা ও সেবা সম্বলিত ইলম-মাআরিফের অন্যতম কওমি মারকায মিশকাতুল কুরআন মাদরাসার ১ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২০২৫ আগামী বুধবার (৫ ফেব্রুয়ারী) বাদ জোহর হইতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মিশকাতুল কুরআন মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভীর পরিচালনায় মাহফিলে পাকিস্তানের জনপ্রিয় উর্দূ নাশীদশিল্পী মাওলানা হাবিবুল্লাহ আরমানী সহ দেশের প্রখ্যাত বুজুর্গানে দ্বীন গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
আল্লামা সাইদুর রহমান বর্ণভীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসীহত ও দেশবাসীর কল্যাণে মুনাজাত করবেন আমীরে আঞ্জুমান মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী।
নাশীদ পরিবেশন করবেন জনপ্রিয় ইসলামিক নাশীদশিল্পী আহমদ আব্দুল্লাহ নেতৃত্বে শিল্পিবৃন্দ। উক্ত মাহফিলে শরীক হয়ে দো-জাহানের অশেষ কামিয়াবি অর্জন এবং মাদরাসার কল্যাণে দেশবাসীর সার্বিক সহযোগিতা ও নেক দুআ কামনা করেছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।