বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল পৌরসভার ১৮ নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে কম্বল উপহার প্রদান করা হয়।
সোমবার- ১৮ নং ওয়ার্ড আমীর জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও এডভোকেট আশিক মাহমুদ জাহাঙ্গীরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আমীর ও টাংগাইল সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আহসান হাবীব মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাংগাইল শহর জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম।
কম্বল বিতরণকালে জেলা আমীর আহসান হাবিব মাসুদ বলেন- জামায়াতে ইসলামী সর্ব অবস্থায় মানুষের পাশে থেকেছে। চরম দুঃসময়েও জামায়াত মানুষের ঘরে গিয়ে সহযোগিতা পৌঁছে দিয়েছে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে অসহায় মানুষের ঘরে গিয়ে সহযোগিতা পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।