আজ বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মরমী সাধক রাধারমণ দত্তের লেখনী থেকে গোপন চক্রবর্তীর পরিবেশনা ‘বাঁশীরে’

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৬:৩৯ অপরাহ্ণ
মরমী সাধক রাধারমণ দত্তের লেখনী থেকে গোপন চক্রবর্তীর পরিবেশনা ‘বাঁশীরে’

Sharing is caring!

জাহাঙ্গীর হোসেন, মৌলভীবাজার থেকেঃ
মরমী সাধক রাধারমণ দত্ত’র লোক সঙ্গীতের সমৃদ্ধ ভান্ডার থেকে এই প্রথমবারের মত ‘বাঁশীরে’ শিরোনামের স্বল্পশ্রুত গানটি রেকর্ডেড ভার্সন ও মিউজিক ভিডিও আকারে ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় যুক্ত হয়েছে।
এই গান এর আগে আর কোনো শিল্পী-ই রেকর্ড করেন নি বলে জানা যায়। প্রথমবারের মত বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী গোপন চক্রবর্ত্তী গানটিতে কন্ঠ দিয়েছেন। গানটি ভাষার মাসের প্রথমদিন অর্থাৎ পহেলা ফেব্রুয়ারিতে মিউজিক ভিডিও আকারে রিলিজ হয়েছে গোপন চক্রবর্ত্তীর অফিসিয়াল ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেল Gopon Chakraborty তে।
ইতোমধ্যে দর্শক শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে গানটি। গানের মিউজিক কম্পোজিশান করেছেন দেবাশীষ দে পল্লব। ভিডিও নির্দেশনায় নির্বেন্দু নির্ধূত। চিত্র গ্রহণে মো. সাহেল। অভিনয়ে পার্লি রায়, ভূপেন সেন নীল এবং রাজীব ঘোষ।
এ ব্যাপারে শিল্পীর সাথে কথা হলে তিনি বলেন, আমি ভীষণ আপ্লুত। আমার পরম সৌভাগ্য যে, এই গানটিতে আমার কন্ঠ কালের সাক্ষী হয়ে থাকবে। ডায়নামিক অভিনেত্রী, অভিনেতা ও ভিডিও নির্দেশকের নির্দেশনায় গানটি অবশ্যই শ্রোতাদের মন জয় করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।