প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৩:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ
জলঢাকায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় ৪০ বোতল সেন্সিডিলসহ এরশাদ হোসেন (৩৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার ৩ রা জানুয়ারি গভীর রাতে উপজেলার কৈমারী বাজার থেকে ফেন্সিডিল বিক্রি করার সময় হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত এরশাদ উপজেলার মৌজা শৌলমারী আলসিয়া পাড়া এলাকার মৃত আব্দুস সোবান তেলীর ছেলে।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি সাজ্জাদ হোসেন'র দিকনির্দেশনায় এসআই আনিছুজ্জামান আনিছ ও এএসআই রফিক এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সোমবার দিবাগত গভীর রাতে মাদক বিক্রি করার সময় ৪০ বোতল সেন্সিডিল সহ হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়।
এঘটনায় জড়িত পলাতক দেখিয়ে উপজেলার মৌজা শৌলমারী আলসিয়া পাড়া এলাকার মৃত হোসেন আলীর ছেলে নবাব আলী ঘাটিয়াল (৫৪) ও লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার শৌলমারী এলাকার মৃত তফছার উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (৪৫) সহ তিন জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামি এরশাদ কে মঙ্গলবার দুপুরে জেলা কারাগারে প্রেরণ করা হয়। মামলা নং ০১ তারিখ ০৪.০২.২৫
এঘটনায় জলঢাকা থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, মাদক বিরোধী অভিযান চলছে এবং চলবে। যত বড়ই শক্তিশালী হউক না কেন জুয়া এবং মাদকের সাথে কোন আপস নেই।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.