আজ বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের পিকনিক ও মিলনমেলা সম্পন্ন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৬:৫০ অপরাহ্ণ
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের পিকনিক ও মিলনমেলা সম্পন্ন

Oplus_131072

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
মানবিক সদস্যদের মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাঝে মানবিক কাজের গতিকে আরও একধাপ এগিয়ে নিতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম মানবিক ফাউন্ডেশন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে পিকনিক ও মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী) দিনব্যাপী উপজেলার চরম্বা ইউনিয়নের সেগুন বাগান নামক এলাকায় এ আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, সহ সভাপতি মোর্শেদুল আলম, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদ মোহাম্মদ শওকত,  কমিটির সদস্য ফাহাদ চৌধুরী,  কুয়েত শাখার সভাপতি ফৌজুল কবির, গ্রিস শাখার সভাপতি একরামুল হক, সৌদি আরব মদিনা শাখার সভাপতি মোহাম্মদ মামুন বিন মুছা, কাতার শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশীদ, ওমান কেন্দ্রীয় কার্যকরী পরিষদের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আরিফুল ইসলাম (মানিক), সৌদি আরব দাম্মাম প্রবাসী কার্যকরী পরিষদের অর্থ সম্পাদক জাফর আহমদ, মক্কা প্রবাসী কার্যকরী পরিষদ নির্বাহী সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, চরম্বা ইউনিয়ন প্রতিনিধি ইয়াছিন আরাফাত, পদুয়া ইউনিয়ন প্রতিনিধি শাহাবুদ্দিন, চুনতী ইউনিয়ন প্রতিনিধি সোয়েব আজাদ, কলাউজান ইউনিয়ন প্রতিনিধি সেলিম, সদর ইউনিয়ন প্রতিনিধি চিশতি, পদুয়া ইউনিয়ন প্রতিনিধি শরীফুল ইসলাম, সাহাব উদ্দিন, সংগঠনের অন্যতম শুভাকাঙ্খি হাসিবুর রহমান মিজবাহ, লোহাগাড়া-সাতকানিয়া মানবিক ফাউন্ডেশন এর দপ্তর সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
দিনব্যাপী হাঁড়ি ভাঙ্গা, হামদ-নাথ, কেরাত, ইসলামি সংগীতসহ মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে বিভিন্ন উৎসবমূখর পরিবেশে প্রোগ্রাম সমাপ্ত হয়।