আজ বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শীতার্তদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ) সিলেট শাখা  

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ণ
শীতার্তদের পাশে দাঁড়ালেন বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ) সিলেট শাখা  

Sharing is caring!

উৎফল বড়ুয়া, সিলেট
বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন (বিপিএ) এর সিলেট শাখার উদ্যোগে বিপিএ এর সদস্যদের ব্যক্তিগত অর্থায়নে বুধবার ৫ ফেব্রুয়ারি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় চার শত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন-সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও নবগঠিত বিপিএ এর সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ জিয়াউর রহমান,সহ সভাপতি ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ আখলাক আহমেদ,সিলেট বিপিএ শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও সিনিয়র সদস্য অধ্যাপক ডাঃ এম এ মতিন, কোষাধ্যক্ষ ডাঃএ এইচ এম খাইরুল বাশার, যুগ্ম সম্পাদক ডাঃ মিনাক্ষী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোহাম্মদ সোহেল, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ তানজিনা চৌধুরী, দপ্তর সম্পাদক ডাঃ মোঃ হেদায়েত হোসেইন, অধ্যাপক ডাঃ আনসার খান ও অন্যান্য বিপিএ সদস্যবৃন্দ ও উক্ত এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সিলেট বিপিএ প্রতিবছর শীত বস্ত্র বিতরণ সহ নানারকম আর্ত সামাজিক উন্নয়ন কর্মকান্ড আয়োজন করা হয়।