আজ বুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

জলঢাকায় সাংবাদিক শরিফুল ইসলামের মৃত্যুতে স্বরণ সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৫, ০৫:০৩ অপরাহ্ণ
জলঢাকায় সাংবাদিক শরিফুল ইসলামের মৃত্যুতে স্বরণ সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

Sharing is caring!

মনিরুজ্জামান লেবু, নীলফামারী প্রতিনিধি:
দৈনিক দাবানল পত্রিকার নীলফামারীর জলঢাকা উপজেলা প্রতিনিধি, প্রেসক্লাবের সদস্য শরিফুল ইসলামের মৃত্যুতে স্বরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব জলঢাকার আয়োজনে আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এ স্বরণসভা দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান”র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার কর্ম ও শুরা বিষয়ক সদস্য প্রভাষক ছাদের হোসেন,প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান লেবু, সহ-সাধারন সম্পাদক আবেদ আলী, মাইদুল হাসান, কোষাধ্যক্ষ ছানোয়ার হোসেন বাদশা, সদস্য শরিফুল ইসলাম প্রিন্স, হাসানুজ্জামান সিদ্দিকী ও প্রয়াত সাংবাদিক শরিফুল ইসলামের বড় ছেলে সহ অনেকে।
স্বরণ সভায় প্রয়াত সাংবাদিক শরিফুল ইসলামের জীবনী তুলে ধরে আলোকপাত করা হয় এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।