প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৯:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৮, ২০২৫, ৭:০২ অপরাহ্ণ
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে তিনি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন বলে জানিয়েছেন লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন।
পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগে বিভিন্ন ওয়ার্ড, বহির্বিভাগ, ল্যাবরেটরি, ওষুধ সরবরাহ বিভাগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশসমূহ ঘুরে দেখেন। তিনি রোগীদের সেবার মান সম্পর্কে খোঁজ-খবর নেন এবং হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান চ্যালেঞ্জ ও উন্নয়নের সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। চিকিৎসা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং হাসপাতালের বিভিন্ন সুবিধা বৃদ্ধির আশ্বাস দেন।
পরিদর্শনকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন, হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরী স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং রোগীদের আরও ভালো সেবা প্রদানের জন্য স্বাস্থ্যকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.