প্রিন্ট এর তারিখঃ মার্চ ৪, ২০২৫, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৯, ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
কাপাসিয়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর খামারীদের মাঝে হাঁস মুরগির খাবার বিতরণ

আকরাম হোসেন হিরন কাপাসিয়া (গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খামারীদের মাঝে হাঁস মুরগির খাবার বিতরণ করা হয়েছে।
৯ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ১৫০ জন সুফলভোগীদের মাঝে হাস- মুরগির খাবার বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নারগিস খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার প্রতিজন খামারিকে ৭৫ কেজি হাঁসের খাবার এবং প্রতিজনকে ৫০ কেজি করে মুরগির খাবার বিতরণ করেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমানের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ আমিনুর রহমান, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন, এটিএস পাওয়ার লিমিটেডের পরিচালক ও পোল্ট্রি উদ্যোক্তা মোঃ মাহমুদুল হাসান প্রমুখ।
ইতিপূর্বে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুফলভোগী ১৫০ জনকেঅগক হাঁস মুরগী প্রদান করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.