আজ মঙ্গলবার, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নাগরপুরের ৮ টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করলেন ধলেশ্বরী ফাউন্ডেশন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৫, ০৬:০৮ অপরাহ্ণ
নাগরপুরের ৮ টি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করলেন ধলেশ্বরী ফাউন্ডেশন

Sharing is caring!

এম.এ.মান্নান,নাগরপুর( টাংগাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরের ঐতিহ্যবাহী মানবিক প্রতিষ্ঠান ধলেশ্বরী ফাউন্ডেশনের সমাজ কল্যাণ বিভাগের উদ্যোগে বাৎসরিক কর্মসূচীর অংশ হিসেবে নাগরপুরের আটটি ইউনিয়নে শীত বস্ত্র  বিতরণের মধ্যে দিয়ে এই বছরের ন্যায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সমাপ্ত হলো,আলহামদুলিল্লাহ।
সোমবার(১০ ফেব্রুয়ারী)দিনব্যাপি  শীতবস্ত্র বিতরণের চতুর্থ অধিবেশন সপ্তম ও অষ্টম ইউনিয়ন ভাদ্রা ও দপ্তিয়র এলাকায় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে ধলেশ্বরী ফাউন্ডেশনের শীত বস্ত্র কার্যক্রম সম্পন্ন হয়।
এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ভাদ্রা ইউনিয়নের কৃতি সন্তান  মোঃ কোহিনূর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ধলেশ্বরী ফাউন্ডেশন প্রতিষ্ঠাকালীন সভাপতি ও পরামর্শ সভার অন্যতম সদস্য জনাব হাফিজুর রহমান আশরাফ।
আরও উপস্থিত ছিলেন ধলেশ্বরী ফাউন্ডেশনের সভাপতি মু. আব্দুন্নুর ইসলাম,সহ-সভাপতি আবু বকর ইসরাফিল, সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, অফিস সম্পাদক খন্দকার ফেরদৌস করিম, ক্রীড়া সম্পাদক এন এম ইহসান, পাঠাগার সম্পাদক সুজন হোসাইন শুভ প্রমূখ।
এসময় সমাজের বিশিষ্টজনেরা উপস্থিত  ছিলেন।
শীত বস্ত্র বিতরণের বিষয়ে ধলেশ্বরী ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি মু. আব্দুন্নুর ইসলাম বলেন, ২০২০ সালে প্রতিষ্ঠিত হওয়া নাগরপুরের গনমানুষের এই প্রানের সংগঠন ধলেশ্বরী ফাউন্ডেশন শুরু থেকেই সেবামূলক নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও এই শীতবস্ত্র বিতরণে বিশাল কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরও বলেন- নয়া নাগরপুরের স্বপ্ন নিয়ে ধারাবাহিক পথচলতে থাকা এই ধলেশ্বরী ফাউন্ডেশনের অন্যতম কাজ হলো সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। এমনকি সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে পৌছে গিয়ে সুখে দুখে বিপদে আপদে সর্বস্তরের সুবিধা বঞ্চিত মানুষের সাথে থাকা।