Sharing is caring!
![](https://www.redtimes.com.bd/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজার সদর উপজেলার যমুনিয়া বড়বাড়ী যুব সমাজের উদ্যোগে মরহুম হেলিম উল্লাহ, নাজিম উল্লাহ এবং তাদের উত্তরসুরী ও এলাকাবাসী মুর্দেগানদের ঈসালে সওয়াব উপলক্ষে ১৪তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল ২০২৫ইং সংলগ্ন মাঠে আগামী বুধবার (১৯ ফেব্রুয়ারী) বাদ যোহর হইতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে।
যমুনিয়া পুরাতন জামে মসজিদের খতিব মাওলানা সিরাজুল ইসলাম, যমুনিয়া গ্রামের মুরব্বি মোঃ সুন্দর আলম ও মোঃ শেখ ফয়েজ আলী ত্রয়ের সভাপতিত্বে মুত্তাকিনদের পরিচয় ও গুণাবলী বিষয় নিয়ে প্রধান অতিথির বয়ান পেশ করবেন হবিগঞ্জ কালনী মোহাম্মদিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ইসলামী আলোচক মাওলানা হাফেজ ক্বারী শাহ্ আব্দুল কাদির আল হোসাইনী।
জুলুম অত্যাচারকারীর পরিণাম বিষয় নিয়ে বিশেষ অতিথির বয়ান করবেন সিলেট খাদিমপুর শাহী জামে মসজিদের খতিব সুমিষ্টভাষী বক্তা মাওলানা হাফেজ ক্বারী রুহুল আমিন উসমানী।
হযরত উমর (রা.) এর ঘটনাবহুল জীবন সম্পর্কে প্রধান বক্তার বয়ান পেশ করবেন সিলেট লালাবাজার হযরত শাহ্ সিকন্দর (র.) কেন্দ্রীয় জামে মসজিদের খতিব উদীয়মান সুমিষ্টভাষী বক্তা মাওলানা ক্বারী নোমানুর রশিদ তরফদার নোমানী।
পিতা-মাতা ও স্বামী-স্ত্রী সম্পর্ক বিষয়ে বিশেষ বক্তার বয়ান পেশ করবেন নবীগঞ্জ গোপলাবাজারের মাওলানা হাফেজ ক্বারী কামরুল ইসলাম জালালী।
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বয়ান পেশ করবেন মাহফিলের প্রধান আকর্ষণ মৌলভীবাজার বাজরাকোণা হযরত শাহ্ মঈনউদ্দিন (র.) জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী।
এছাড়াও যমুনিয়া বায়তুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা ক্বারী মোজাম্মিল হোসেন, মাওলানা হাফেজ ক্বারী মাসুম আহমদ সহ স্থানীয় উলামায়ে ক্বেরাম গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন।
উক্ত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন করতে শ্রম, দান বা পরামর্শ সহ সার্বিক সহযোগিতায় দলমত নির্বিশেষে সবাই শরীক হয়ে দো-জাহানের অশেষ কামিয়াবি অর্জন কল্যাণে সার্বিক সহযোগিতা ও নেক দু’আ কামনা করেছেন মাহফিল এন্তেজামেয়া কমিটি।