আজ মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে বসন্তের রঙে তারুণ্যের জাগরণ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে বসন্তের রঙে তারুণ্যের জাগরণ

Sharing is caring!

তাপস দাশ শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাতাসে আজ বসন্তের মধুর সুর, আকাশে রঙের খেলা আর হৃদয়ে তারুণ্যের স্পন্দন।
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, শ্রীমঙ্গল জেলা পরিষদ মাঠ পরিণত হয়েছে উৎসবের এক বর্ণিল মঞ্চে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও শ্রীমঙ্গল পৌরসভার আয়োজনে বসন্ত বরণ উৎসব ২০২৫-এর এই বর্ণময় আয়োজন সবার মন ছুঁয়ে গেছে।
সকাল থেকেই উৎসব প্রাঙ্গণ মুখরিত কচিকাঁচা থেকে শুরু করে তরুণ-তরুণীদের প্রাণবন্ত পদচারণায়। ফুলের সুবাস মাখা বাতাস আর পলাশ-শিমুলের লাল-হলুদ রঙে রাঙা মুখগুলো যেন প্রকৃতির সাথে একসাথে মিশে গেছে। বাহারি স্টলে স্থানীয় উদ্যোক্তারা তুলে ধরেছেন তাদের সৃজনশীলতার পরিচয়—পিঠাপুলি, হস্তশিল্প আর দেশীয় পণ্যের বাহার।
উৎসবের হৃদয়কেন্দ্র ছিলো ফুলের মেলা। রঙিন ফুলের সমারোহে সেজে ছিলো পুরো মাঠ। বাহারি ফুলের প্রদর্শনী ও চারার স্টলগুলোতে উপচে পড়ছিল দর্শনার্থীর ভিড়। বসন্তের প্রতীক পলাশ, কৃষ্ণচূড়া আর গোলাপের গন্ধে ম-ম করেছে চারদিক।
উৎসব মঞ্চে চলল একের পর এক সাংস্কৃতিক পরিবেশনা। স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর গান, নৃত্য আর আবৃত্তির ঝংকারে প্রাঙ্গণ মুখরিত। বিশেষ আকর্ষণ ছিল ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী গান ও নৃত্য, যা দর্শকদের মন কেড়ে নিয়েছে।
উৎসবে অংশ নেওয়া প্রভাষক জলি পাল বলেন, “বসন্ত মানেই প্রাণের উচ্ছ্বাস। এই উৎসবে এসে মনে হচ্ছে প্রকৃতি আর মানুষের মেলবন্ধনে সৃষ্টি হয়েছে এক অপরূপ শিল্প। তরুণদের জন্য এমন সুন্দর আয়োজন আমাদের মন ভরে দিয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, “বাংলাদেশজুড়ে সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের প্রাণচাঞ্চল্যে মুখর এক আবহ বিরাজ করছে। সেই ধারাবাহিকতায়, বিশেষত তরুণ প্রজন্মকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে আমরা এই বসন্ত বরণ উৎসবের আয়োজন করেছি। বসন্ত বরণ শুধু একটি ঋতুর উদযাপন নয়, এটি তারুণ্যের প্রাণের স্পন্দন এবং সংস্কৃতির উচ্ছ্বাস। আমাদের লক্ষ্য ছিল সব শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে বসন্তের রঙ, সুর ও আনন্দে সম্প্রীতির এক মেলবন্ধন তৈরি করা। এ উৎসব হৃদয়ে প্রীতির রঙ ছড়িয়ে দিক, মানুষে মানুষে গড়ে তুলুক বন্ধনের সেতু।”
সন্ধ্যা নামার সাথে সাথে উৎসব প্রাঙ্গণ আলোকসজ্জায় হয়ে ওঠে স্বপ্নময়। সুরের মূর্ছনা, মানুষের কোলাহল আর বসন্তের বাতাসে মিশে থাকা ভালোবাসার সুবাস—সব মিলিয়ে শ্রীমঙ্গলে এই বসন্ত বরণ উৎসব হয়ে উঠল তারুণ্য, সংস্কৃতি আর হৃদয়ের অনবদ্য মিলনমেলা।
বসন্ত এসেছে—এবং তার সাথে এসেছে নতুন আশার গান, নতুন গল্প আর তারুণ্যের অদম্য স্পন্দন।