আজ মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্ব জলাভূমি দিবসে সুনামগঞ্জের ২৬টি নদী খননের আহবান

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৬:২৫ অপরাহ্ণ
বিশ্ব জলাভূমি দিবসে সুনামগঞ্জের ২৬টি নদী খননের আহবান

Sharing is caring!

মোঃ ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি:
এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এর সহযোগিতায় রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) এর আয়োজনে অদ্য ১৫ ফেব্রুয়ারী ২০২৫ খ্রি. শনিবার, বিকাল ৩.৩০ ঘটিকায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাওর বাচাঁও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মুরশেদ আলমের সভাপতিত্বে উন্নয়ন সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান হাওরাঞ্চলের সংকট ও সম্ভাবনা’র উপর তথ্য উপস্থাপন করেন। মতবিনিময় সভায় সুনামগঞ্জ সদর উপজেলার অন্তর্গত হাওর রক্ষা বাধ (পিআইসি) উপর তথ্যচিত্র উপস্থাপন করেন স্বেচ্ছাসেবী সংস্থা আরডিএসএ এর নির্বাহী পরিচালক মোঃ মিজানুল হক সরকার।পুরো জেলার হাওরের চলমান কাজের উপর আলোচনা করেন হাওর বাচাও আন্দোলন, সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন।
আলোচনায় আরো অংশগ্রহন করেন হাওর বাচাঁও আন্দোলন, সুনামগঞ্জ জেলা শাখার সদস্য ওবায়দুল হক মুন্সী, ৭১ টেলিভিশন, সুনামগঞ্জ এর জেলা প্রতিনিধি শহীদনুর আহমেদ, হাওর বাচাও আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, জেলার সাংগঠনিক নজরুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি মোঃ আবু সাঈদ, মৎস্যচাষী ও সমাজসেবক মোঃ আব্দুল লতিফ, মৎস্যচাষী মোঃ দারু মিয়া, সমাজকর্মী একরামুল হক সেলিম, এসো কাজ করি মহিলা উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জাহানারা বেগমসহ অনেকে গুরুত্বপূর্ন বক্তব্য প্রদান করেন।
বক্তরা সুনামগঞ্জ জেলার গুরুত্বপূর্ন ২৬ টি নদী খননের জন্য প্রশাসনের সৃষ্টি আকর্ষন করেন।
হাওর রক্ষায় তরুন যুব সমাজকে কাজে লাগিয়ে হাওর রক্ষায় সামাজিক সংগঠন সৃষ্টির লক্ষ্যে সকল সংগঠনকে কাজ করার আহবান জানান। সেই সাথে ইজারা প্রথা বাতিলের পক্ষে মতামত ব্যক্ত করেন। পিআইসি কমিটির সকল সদস্যদের সক্রিয় ভাবে কাজ করাসহ দূনীতি রোধকল্পে কাজ করার প্রত্যয় জানান। পাশাপাশি সুনামগঞ্জের হাওর রক্ষায় দলীয় প্রভাব মুক্ত রাখার জন্য সকলের নিকট আহবান জানানো হয়।
বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে মতবিনিময় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দৈনিক স্বাধীনমত এর জেলা প্রতিনিধি মোঃ মোশফিকুর রহমান স্বপন, দৈনিক সুনামকন্ঠের স্টাফ রিপোর্টার তানভীর আহমেদ, ব্লাড লিংক, সুনামগঞ্জ এর সাবিহা সুলতানা, যুব সংগঠক ও এসভিডিএসের প্রদীপ দাশ, রেদুয়ান, যুব সংগঠক তৈয়বুর রহমান,  আরডিএসএ’র প্রশিক্ষক সানজিদা সরকার, বিশ্বজন এর সহ সাধারন সম্পাদক আলী ইমরানসহ কৃষক, মৎস্যচাষি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রমুখ।