আজ সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

হাফ বার ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ ফাইনালে বি বড়হাট ক্লাবকে ১ গোলে হারিয়ে মহলাল স্পোটিং ক্লাব বিজয়ী

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৬:৩১ অপরাহ্ণ
হাফ বার ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ ফাইনালে বি বড়হাট ক্লাবকে ১ গোলে হারিয়ে মহলাল স্পোটিং ক্লাব বিজয়ী

Sharing is caring!

জাফর ইকবাল মৌলভীবাজার থেকে,

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মহলাল লাল সবুজ ক্লাব আয়োজিত হাফ বার ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ ফাইনালে বি বড়হাট ক্লাবকে ১ গোলে হারিয়ে মহলাল স্পোটিং ক্লাব বিজয়ী।

শনিবার(২২শে ফেব্রুয়ারী) মহলাল লাল সবুজ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্টিত হয়েছে।

উক্ত থেলায় বি,কে বড়হাট ক্লাবের সাথে মহলাল স্পোটিং ক্লাব ফাইনাল খেলায় টান টান উত্তেজনা পুর্ণ খেলায় প্রথমার্ধে গোল করে বি,কে বড়হাট ক্লাব ১ গোলে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধ্বে মহলাল স্পোটিং ক্লাব খেলার সমতা ফিরিয়ে আনে। নির্দিষ্ট সময়ে খেলায় কোন পক্ষ আর কোন গোল করতে না পারায় টাইব্রেকারে ১ গোলে মহলাল স্পোটিং ক্লাব বিজয়ী হয়। ১৬ টি টিম এই খেলায় অংশ গ্রহন করে। খেলা পরিচালনায় ছিলেন, আমিনুল ইসলাম সোহেল, সহকারী ছিলেন, লিপু আহমদ ও হৃদয় আহমদ।


খেলার পুরুস্কার বিতরনী অনুষ্টানের প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, এনামুল হক চৌধুরী সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজনগর উপজেলা বিএনপি, মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য রাজনগর উপজেলা বিএনপির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কাজী আফতাব রুহুল, সদস্য রাজনগর উপজেলা বিএনপি, সাজ্জাদুর রহমান খাঁন, সদস্য রাজনগর উপজেলা বিএনপি, শেখ মোঃ রোকন আহমদ, সদস্য সচিব রাজনগর উপজেলা যুবদল, আলী আখন্দ রুমেল, সাধারণ সম্পাদক ৮নং মনসুরনগর ইউনিয়ন বিএনপি, জাহাঙ্গীর আলম, প্যানেল চেয়ারম্যান ৮নং মনসুরনগর ইউনিয়ন পরিষদ, জুবেল আহমদ, প্যানেল চেয়ারম্যান পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ, তানবির আহমদ ১ ম যুগ্ম আহবায়করাজনগর উপজেলা যুবদল, জির্লুর রহমান যুগ্ম আহবায়ক রাজনগর উপজেলা যুবদল,মো: রুবেল আহমদ, আহবায়ক ৮ নং মনসুর নগর ইউনিয়ন, মো: নুর আলী, সাবেক সভাপতি ৮ নং মনসুর নগর ইউনিয়ন যুবদল, মো: নুরুল আলম সাবেক সাধারন সম্পাদক ৮ নং মনসুর নগর ইউনিয়ন যুবদল, আব্দুর রহিম রেনু, সাবেক ইউপি সদস্য ৬ নং ওয়ার্ড, মো: ফয়জুর রহমান, সদস্য ৮ নং মনসুর নগর ইউপি ৩ নং ওয়ার্ড, সাবেক সাধারন সম্পাদক ইউপি যুবদল, আব্দুস শুকুর, সভাপতি মহলাল লাল সবুজ ক্লাব, মহলাল।