আজ সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বটতলী শহর পরিচালনা কমিটির অর্থায়নে বটতলী স্টেশনে স্লেভ নির্মাণ 

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ণ
বটতলী শহর পরিচালনা কমিটির অর্থায়নে বটতলী স্টেশনে স্লেভ নির্মাণ 

Oplus_131072

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ার অন্যতম বাণিজ্যিক শহর লোহাগাড়ার বটতলী মোটর স্টেশন। যানজট নিরসন থেকে শুরু করে এ শহরের শৃঙ্খলা ফিরাতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটি। এরই ধারাবাহিকতায় এ স্টেশনের কাঁচা বাজারের সামনেসহ স্টেশনের বিভিন্ন এলাকায় নালা নর্দমা পরিস্কার পরিচ্ছন্ন করতে মাঠে নেমেছেন তারা। দীর্ঘদিন ধরে নালায় বর্জ্য`র কারণে দুর্গন্ত ছড়াচ্ছে।
জনসাধারণ ও ব্যবসায়ীদের চলাচলের সুবিধার্থে ড্রেনের উপর স্লেভ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে লোহাগাড়া বটতলী শহর পরিচালনা কমিটি।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বটতলী শহর পরিচালনা কমিটির অর্থায়নে স্টেশনের কাঁচা বাজারের সামনে ড্রেইনের উপর স্লেভ নির্মাণ করা হয়।
চলমান কাজ পরিদর্শন করেছেন বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী, কো-অর্ডিনেটর অধ্যাপক জালাল আহমেদ, সদস্য সচিব সরওয়ার আকতার,যুগ্ন আহবায়ক মাওলানা আকতার কামাল, সদস্য,গিয়াস উদ্দিন,নুরুল আবছার।
নির্মাণ কাজে বটতলী শহর পরিচালনা কমিটির কর্মীরা সহযোগিতায় ছিলেন।
বটতলী শহর পরিচালনা কমিটির সদস্য সচিব সরওয়ার আকতার বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে যানজট নিরসনে প্রানপন চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। স্লেভ দেওয়াসহ নালা নর্দমা পরিস্কার-পরিচ্ছনতার জন্য সর্বদাই সচেষ্ট আছি। আমাদের সুইপারে আছেন, তারা স্টেশনে পরিস্কার-পরিচ্ছনতা কাজ করে যাচ্ছেন। স্টেশনকে আধুনিক শহর হিসেবে রুপান্তরিত করতে কাজ করছি। মাহে রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি না হয়,সে বিষয়ে আমাদের শহর পরিচালনা কমিটির টিম মনিটরিং এ থাকবে। মুরগী বেপারিরাসহ অন্যান্য ব্যবসায়ীররা যাতে চুরি করতে না পারে সে বিষয়ে আমাদের মনিটরিং থাকবে।
বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরী বলেন,বটতলী স্টেশনে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের চলাচলের সুবিধার্থে যা করা দরকার আমরা চেষ্ঠা করে যাচ্ছি। কাঁচা বাজারের সামনে ড্রেনে স্লেভ নষ্ট হয়ে যায়,বটতলী শহর পরিচালনা কমিটির অর্থায়নে স্লেভ নির্মাণের উদ্যোগ নিয়েছি। স্টেশনে ব্যবসায়ী এলোমেলো ভাবে যারা বসছে,তাদেরকে শৃঙ্খলার মধ্যে বসে ব্যবসা পরিচালনা করার জন্য বলেছি। এ বাজার সবার জন্য সুবিধাজনক ও নিরাপদ বাজার হোক সেটা আমরা চাই।মাহে রমজানে খুব কাছাকাছি, রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি না হয়,সে বিষয়ে আমাদের শহর পরিচালনা কমিটির টিম মনিটরিং এ থাকবে।
 বটতলী স্টেশনে যানজট নিরসনে আপনাদের পরিকল্পনা আগামীতে কি হয়েছে,এ প্রশ্নের জবাবে তিনি সাংবাদিককে জানান, আমরা চাই স্টেশন যানজটমুক্ত,পরিস্কার-পরিচ্ছনতামুক্ত থাকুক। যানজট নিরসনে আমরা বিগত দিনে অভিযান পরিচালনা করেছি। ব্যবসায়ীদের সচেতন করে যাচ্ছি। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তাদের সাথে এ বিষয়ে আমরা বৈঠক করেছি। এ বিষয়ে বটতলী স্টেশনের সকল ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করছি।