আজ সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সাতকানিয়ায় প্যানেল চেয়ারম্যানের পদ ফিরে পেতে মানববন্ধন

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৬:৫১ অপরাহ্ণ
সাতকানিয়ায় প্যানেল চেয়ারম্যানের পদ ফিরে পেতে মানববন্ধন

Sharing is caring!

ফাহাদ, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১০ নং কেউচিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মো মহসিনের অপসারিত পদ ফিরে পেতে কেরানীহাট হাইওয়ে সড়ক ও ১০ নং কেউচিয়া ইউনিয়ন পরিষদের সামনে শান্তিপূর্ণ মানব বন্ধন করে কেউচিয়া ইউনিয়নের ইউপি সদস্য বৃন্দ এবং সর্বস্তরের জনসাধারন।
৫ ই আগষ্টের পর থেকে কেউচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান না থাকায় কেউচিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষ ইউপি সেবা থেকে বঞ্চিত ও হয়রানির শিকার হত।
গত ২৭ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন বিশ্বাসের সাক্ষরিত এক প্রকাশিত স্মরকে প্যানেল চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহন করেন মো মহসিন।
দায়িত্ব পাওয়ার পর থেকে ইউপি পরিষদে দিন রাত সেবা দিয়ে আচ্চিলেন মো মহসিন। হটাৎ কেউচিয়া ইউনিয়নের কিছু কুচক্রী মহল পারিবারিক শত্রুতার জের দরে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মন্তব্য তুলে দরে,  এরই সূত্রে গত ১৬ ফেব্রুয়ারী কেউচিয়া জনাব মো মহসিন কে  ইউপি প্যানেল চেয়ারম্যান পদ থেকে আপসারন করা হয়।  আপসানের পর থেকে কেউচিয়া বাসীর কষ্ট দুর্ভোগের শেষ নাই। কেউচিয়া বাসীর ইউপি সেবা থেকে বঞ্চিত হয়।
কেউচিয়া বাসীর ইউপি সেবা নিশ্চিত করতে গণমানুষের প্রিয়, কেউচিয়া বাসীর সেবক হিসাবে আবারও প্যানেল চেয়ারম্যান মো মহসিন কে পূর্বের পদ ফিরিয়ে দিতে ২৩ ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল দশটায় কেরানীহাট হাইওয়ে সড়ক ও ১০ নং কেউচিয়া ইউনিয়ন পরিষদের সামনে কেউচিয়া জনসাধারণের উদ্বেগে  হাজার হাজার নারী, পুরুষ,শিশু  সহ  মানববন্ধন করে।
আগামী ২৪ ঘন্টার মধ্যে মো মহসিন কে প্যানেল চেয়ারম্যানের পদ ফিরিয়ে না দিলে কঠিন ব্যবস্হা নিবেন বলে হুশিয়ারি দেন।
এ সময় উপস্থিত ছিলেন কেউচিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মান্যগন্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাদের একটায় দাবীছিল কেউচিয়া বাসীর ইউপি সেবা নিশ্চিত করতে মো মহসিন কে প্যানেল চেয়ারম্যান কে পূর্বের পদ ফিরিয়ে দেওয়া হোক।