আজ শুক্রবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও অর্থায়ন নিয়ে শাবিপ্রবিতে কর্মশালা

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ০৪:২৭ অপরাহ্ণ
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও অর্থায়ন নিয়ে শাবিপ্রবিতে কর্মশালা

Sharing is caring!

উৎফল বড়ুয়া, সিলেট:
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এফইএস, জিইই এবং সিইই বিভাগের উদ্যোগে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ‘আন্ডারস্ট্যান্ডিং ক্লাইমেট চেইঞ্জ এন্ড ক্লাইমেট ফিনান্স: ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ’ শীর্ষক কর্মশালা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২টায় শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে এফইএস বিভাগের প্রধান অধ্যাপক ড. রোমেল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বিইপিআরসি এর চেয়ারম্যান সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এতে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. ফজলে রাব্বি সিদ্দিক আহমেদ।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এফইএস বিভাগের অধ্যাপক ড. ফারহানা রায়হান। এছাড়া উপস্থিত ছিলেন সিইই বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুর রহমান, জিইই বিভাগের প্রধান ড. আনোয়ারুল ইসলাম।